দুই সপ্তাহের ব্যবধানে দুটি হামলা। তার ভেতরই ইংল্যান্ডে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি। অথচ বাংলাদেশে এমন হলে অস্ট্রেলিয়ার মতো দেশ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করতে দুই মিনিট ভাবতো না। মাশরাফির সংবাদ সম্মেলনে অবধারিতভাবে প্রসঙ্গটি চলে আসে। আর তাতে অধিনায়কের জবাব, ‘এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেটের বরং ভালো হলো। অনেক সময় আমাদের দেশে এমন কারণে খেলা হয় না। এগুলো দেখে মানুষ সাহস পাবে।’
যুক্তরাজ্যের লন্ডন ব্রিজের দক্ষিণ প্রান্তে স্থানীয় সময় শনিবার রাত ১০টার কিছু পরে (বাংলাদেশ সময় রোববার ভোর ৪টার দিকে) একটি বড় ভ্যান জাতীয় গাড়ি দিয়ে প্রথম হামলা চালানো হয়। গাড়িটি ফুটপাতে পথচারীদের ওপর তুলে দিলে সঙ্গে সঙ্গে অন্তত একজন পথচারীর মৃত্যু হয়। ওই সময় আহত হয় আরও কয়েকজন। কয়েকদিন আগে একটি কনসার্টে আত্মঘাতী হামলা চালানো হয়েছিল।
একই ধরনের হামলার অজুহাত দিয়ে বাংলাদেশে খেলতে আসেনি অস্ট্রেলিয়া। ইংল্যান্ড দল আসলেও তাদের কয়েকজন খেলোয়াড় নাম প্রত্যাহার করে নেন। মাশরাফি মনে করছেন এখন থেকে অন্য দলগুলো বুঝতে পারবে এমন পরিস্থিতির ভেতর ক্রিকেট খেলতে সমস্যা হয় না, ‘সারাবিশ্বেই এসব হচ্ছে। স্বাগতিকদের নিরাপত্তা ভালো থাকলে সমস্যা হয় না। যখন ইংল্যান্ড আমাদের দেশে গিয়েছিল আমরা ধন্যবাদ দিয়েছিলাম। মরগান বা হেলস যায়নি। হয়তো তারা ভয় পেয়েছিল। এখন তারা বুঝবে তাদের দেশেও এমন হচ্ছে।’
সন্ত্রাসী হামলার বিষয়ে বাংলাদেশের কোনও চিন্তা নেই বলেও জানিয়ে দেন তিনি, ‘হামলা নিয়ে চিন্তার কিছু নেই। আমরা অধিকাংশ সময় হোটেলে থাকি। হোটেলের নিরাপত্তা ভালো। তাছাড়া আইসিসির নিরাপত্তায় আমাদের পূর্ণ আস্থা আছে।’