চ্যাম্পিয়নস ট্রফিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে চাপে বাংলাদেশ। ব্যাট হাতে তামিম-মুসফিক জ্বলে উঠলেও বোলিং জ্বলে উঠতে পারেনি সাকিব-মোস্তাফিজ। আর তাই তো স্বাগতিকদের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ।
এদিকে গতকাল অনুশীলন করেনি বাংলাদেশ দল। ছুটি কাটিয়েছে সারাদিন। তবে আজ অস্ট্রেলিয়া মিশনের জন্য রন কৌশল সাজাবে মাশরাফিরা। কারন এই ম্যাচ জিততেই হবে টাইগারদের। আর জিতলেই সেমিফাইনালে প্রায় ১ পা দিয়ে দেবে বাংলাদেশ। আগামী ৫ জুন অস্ট্রেলীয়ার বিপক্ষে সন্ধা ৬:৩০ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ।
এ দিকে বার্মিংহ্যামের এজবাস্টনের গতকাল চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারনে বাদ হয়েছে অস্ট্রেলীয়া-নিউ জিল্যান্ড ম্যাচ। শেষ পর্যন্ত বৃষ্টি ম্যাচটিকে সমাপ্ত হতেই দিল না। কেড়ে নিলো এর ভাগ্য। বৃষ্টির কারণে ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করে দিলেন রেফারি অ্যান্ডি পাইক্রফট।
তবে এক দিক থেকে ভালো হয়েছে বাংলাদেশেরই। একপ্রকার সুখবরই বলা বটে। তার কারন বাংলাদেশ যদি এর পরের দুই ম্যাচ জয়লাভ করে তাহলে সরাসরি চলে যাবে শেষ চারে।
কারন আজকের ম্যাচ পরিত্যক্ত হওয়ার কারনে দুই দলই পেয়েছে একটি করে পয়েন্ট। আর বাংলাদেশের খেলা এই দুই দলের সাথে তাই এই দুই দলকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত টাইগারদের। রেটিং রান রেটের দিকে তখন আর তাকাতে হবে না।
তবে বাংলাদেশ যদি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কনো এক ম্যাচ হেরে যায় তবে শেষ চার থেকে বাদ পড়বে টাইগাররা। বাংলাদেশের পরের ম্যাচ আগামী ৬ জুন অস্ট্রেলীয়ার বিপক্ষে।