অলিম্পিকে বাঙালি মেয়ের দারুণ কীর্তি

স্পোর্টস ডেস্ক: ভারতের অনগ্রসর রাজ্যগুলোর মধ্যে অন্যতম ত্রিপুরা। অন্য সব কিছুর মতো খেলাধুলাতেও রাজ্যটি অনেক পিছিয়ে। অথচ এই ত্রিপুরারই একটি মেয়ের নাম আজ ইতিহাসের পাতায়। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক জিমন্যাস্টিকসের ফাইনালে জায়গা করে নিয়েছেন বাঙালি মেয়ে দীপা কর্মকার।

দীপার আগে আর কোনো ভারতীয় নারী জিমন্যাস্ট অলিম্পিকে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি। এক হিসেবে তাই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছিলেন আগেই। তবে শুধু মামুলি অংশগ্রহণ নয়, জীবনের প্রথম অলিম্পিক তিনি স্মরণীয় করে রেখেছেন সেরা আটে থেকে। জিমন্যাস্টিকসের অন্যতম কঠিন ইভেন্ট প্রদুনোভা ভল্টের ফাইনালে ভারতকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন ২২ বছরের দীপা।

এই ইভেন্টে প্রতিযোগী ছিলেন ৯৩ জন। দারুণভাবে শুরু করে একসময় ষষ্ঠ স্থানে উঠে গিয়েছিলেন দীপা। অবশ্য এই অবস্থান ধরে রাখতে পারেননি, ১৪.৮৫০ পয়েন্ট স্কোর নিয়ে নেমে যান অষ্টম স্থানে। তবে তাতে ফাইনালে ওঠা আটকায়নি। কারণ ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন সেরা আটজন।

ফাইনালে ওঠার পর প্রশংসার বন্যায় ভেসে যাচ্ছেন দীপা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন, জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে, ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ তাঁর প্রশংসা করে টুইট করেছেন এরই মধ্যে। এমনকি বিশ্ব চ্যাম্পিয়নশিপে গত তিনবারের অল-অ্যারাউন্ড চ্যাম্পিয়ন সিমোন বাইলস নিজে এসে অভিনন্দন জানিয়ে গেছেন দীপাকে।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ