কয়েকদিন আগেই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে দেশে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
দীর্ঘ দেড় মাস ব্যস্ত সময় পার করে দেশে ফিরে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে ঈদ-উল-ফিতর উদযাপন করছেন তারা। সময় কাটাচ্ছেন ভক্তদের সঙ্গে।
সকালে নামাজ আদায়ের পর ঈদের নতুন পাঞ্জাবি পরে নিজেদের প্রিয়জনদের সঙ্গে বিভিন্ন ছবিতে দেখা যায় তাদের।
এক নজরে দেখে নিন টাইগারদের ঈদ :
ছেলে সাহিল ও ভাই মোরসালিনকে নিয়ে নড়াইল শহরের কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এ তারকা।
এদিকে বাবা খন্দকার মসরুর রেজার সঙ্গে ঈদের নামাজ আদায় করলেন বাংলাদেশ টি-টোয়ান্টি দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম পরিবারের সদস্যদের সঙ্গে ফেসবুকে অফিসিয়াল পেজে ছবি পোস্ট করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান সাতক্ষীরায় ঈদ করছেন। পরিবারকে নিয়ে বাড়ির উঠোনে দাঁড়িয়ে ফেসবুকে ছবিও পোস্ট করেছেন তিনি।
ঈদের দিন পেস তারকা তাসকিন আহমেদ তার বাবা আব্দুর রশিদের সঙ্গে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে তোলা ছবি পোস্ট করেছেন। এ সময় বন্ধু ও ভক্তদের ঈদ মোবারক জানিয়েছেন তিনি।
স্পিনার মেহেদি হাসান মিরাজও তুলেছেন ঈদ সেলফি। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন।