১ম সুলেমান আহমদ ‘সিক্স-এ-সাইড’ ক্রিকেট টুর্ণামেন্ট-১৭ সম্পন্ন


১ম সুলেমান আহমদ সিক্স এ সাইড ক্রিকেট টুর্ণামেন্ট-১৭ সম্পন্ন হয়েছে। বিবিদইল ক্রিকেট ক্লাবের উদ্যোগে মঙ্গলবার দক্ষিন সুরমার লালাবাজারের বিবিদইল গ্রামের মাঠে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।


দিনব্যাপী অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় সুবিক ক্রিকেট ক্লাবকে ২২ রানে পরাজিত করে চ্যাম্পিয়ান হয় বিবিদইল ক্রিকেট ক্লাব। ম্যাচ অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিবিদইল ক্রিকেট ক্লাবের মিঠুন ও ম্যান অব দ্যা টুর্ণামেন্ট হন জাহেদ।


ফাইনাল খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর ও জিমখানা ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিকুল হাদী।


ক্রীড়াব্যক্তিত্ব বুলবুল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য মকুল মুর্শেদ, মহফিজুর রহমান জুবেদ, বাচ্চু মিয়া, আরিফুর রহমান টিপু, মঞ্জু আহমেদ ও রুহেল আহমেদ। তারেকুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জুয়েল আহমদ, সাজন আহমদ, সুবল নাথ, শামসুল ইসলাম, সঞ্জয় নাথ, জুবেল মিয়া, মামুন খান, এনাম আহমদ, জমির মিয়া প্রমুখ।

সময়ের সংলাপ24/স্পোর্টস/ডি-এইচ

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ