বুধবার পেরুর বিপক্ষে মাঠে নামছে নেইমারের ব্রাজিল


স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বে বুধবার সকাল সোয়া ৮টায় লিমায় পেরুর বিপক্ষে মাঠে নামবে নেইমারের ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল অবশ্য দারুণ ছন্দে আছে। বিশ্বকাপ বাছাইপর্বে শেষ পাঁচ ম্যাচেই জেতা সেলেসাওরা এই মুহূর্তে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে।

এই অঞ্চল থেকে পয়েন্ট তালিকার সেরা চার দল সরাসরি এবং পঞ্চম দলটি প্লে-অফ খেলে সুযোগ পাবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।

সর্বশেষ ম্যাচে গত শুক্রবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে পরাজিত করে নেইমার, গ্রাভরিওরা।

 খেলাটি সরাসরি দেখাবে সনি ইএসপিএন। এছাড়া খেলাটি দেখতে আমাদের সাথেই থাকুন।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ