২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল পৌনে ছয়টায় শুরু হয় ম্যাচটি।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করে সনি সিক্স চ্যানেল। ব্রাজিলের বেলো হরিজন্তে স্টেডিয়ামে ৩-০ গোলে জয় নিয়েছে সেলেকাওরা।
ম্যাচের ২৫ মিনিটে কৌতিনহোর অসাধরণ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। আর প্রথমার্ধের শেষ মুহূর্তে তারকা খেলোয়াড় নেইমার গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৫৮ মিনিটে আরো একটি গোল করে ব্রাজিল। স্পষ্টত প্রভাব বিস্তার করে খেলছে ব্রাজিল।
মেসি সম্পূর্ণ নিস্প্রভ ছিলেন। দলের কেউ তেমন জলে উঠতে পারেননি। সমর্থকরা হতাশ। আজ হেরে আর্জেন্টিনার বিশ্বকাপে খেলার স্বপ্ন আরও ফিকে হয়ে গেল। মেসি, ডি মারিয়া, হিগুইনদের মোট তারকাদের নিয়ে কেন আর্জেন্টিনা এমন খেলছে এই প্রশ্ন এখন সমর্থকদের মনে।মেসিরা ২০১৮ বিশ্বকাপ খেলতে পারবে তো?
নেইমারের ব্রাজিল শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।