মেসি, নেইমার কিংবা সুয়ারেজ নন শনিবার দারুণ এক গোল করে বার্সেলোনাকে জয় উপহার দিলেন রাফিনহা। তার করা এই গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল। সেইসঙ্গে লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ন্যু ক্যাম্পে নিজেদের সমর্থকদের সামনে স্বাভাবিকভাবেই ফেবারিট হিসেবে খেলতে নামে বার্সা। অপেক্ষাকৃত দুর্বল গ্রানাডার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দুর্বার মেসি-নেইমার-সুয়ারেজ। কিন্তু দারুণ সব সুযোগ পেয়েও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারছিলেন না বিশ্বের সেরা আক্রমনভাগের এই দলটি।
প্রথমার্ধের ২২ মিনিটে সুয়ারেজকে দারুণ একটি ক্রস দেন মেসি। কিন্তু তা প্রতিপক্ষের জালে জড়াতে ব্যর্থ হন উরুগুইয়ান স্ট্রাইকার। এর আট মিনিট পর আবারও সুযোগ পান সুয়ারেজ। এবারও গোলরক্ষককে পরাস্থ করতে ব্যর্থ হন তিনি। সুযোগ নষ্ট করেন ইভান রাকিটিচও। এর ফলে প্রথমার্ধে গোলশুন্য থেকেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক বার্সেলোনা। ম্যাচের ৪৮ মিনিটে বহুল কাঙ্খিত গোল এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। ডান দিক থেকে মেসির বাড়ানো বলে ছোট্ট টোকায় পাশে নেইমারকে বাড়িয়েছিলেন তিনি। ব্রাজিলিয়ান সতীর্থের শট পোস্টে লেগে ফিরলে ওভারহেড কিকে লক্ষ্যভেদ করেন ২৩ বছর বয়সী রাফিনহা। ম্যাচের বাকী সময়ে আর কোন গোলের দেখা পায়নি মেসি-নেইমাররা।
এর ফলে রাফিনহার একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়তে হয় লুইস এনরিকের দলকে। এই জয়ের সৌজন্যে ১০ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো কাতালান ক্লাবটি। শীর্ষে তাদের চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদ। সমানসংখ্যক ম্যাচ থেকে রোনালদোদের সংগ্রহ ২৪ পয়েন্ট। তিন নাম্বারে থাকা রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বি অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ২১।