মেসি-নেইমার-সুয়ারেসের মুখোমুখি হতে প্রস্তুত ব্রাভো


স্পোর্টস ডেস্ক: গত মৌসুমে লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেসদের সঙ্গে কাম্প নউয়ে ছিলেন ক্লাওদিও ব্রাভো। এবার নামতে যাচ্ছেন মুখোমুখি লড়াইয়ে। তবে বর্তমানের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণভাগের বিপক্ষে মাঠে নামার আগেও মোটেও ভীত নন ম্যানচেস্টার সিটির নতুন এই গোলরক্ষক।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে একই গ্রুপে পড়েছে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি। আগামী ১৯ অক্টোবর কাম্প নউয়ে হবে প্রথম লেগ।

এর আগে আগামী বুধবার ইউরোপ সেরার মঞ্চে জার্মানির দল বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে মাঠে নামবে সিটি। ওই ম্যাচের আগে সোমবার উয়েফা ওয়েবসাইটকে সাবেক সতীর্থ ত্রয়ীর বিপক্ষে মাঠে নামার বিষয়ে নিজের অনুভূতির কথা জানান ব্রাভো।

“আমার মনে হয় না, মেসি, সুয়ারেস ও নেইমারের মুখোমুখি হওয়াটা দু:স্বপ্ন। আমি কখনোই প্রতিপক্ষের কোনো স্ট্রাইকারকে দু:স্বপ্ন হিসেবে দেখিনি, বরং এর উল্টো। আপনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন এবং আপনি এরকম ম্যাচগুলো খেলতে চাইবেন। অনেক সেরা খেলোয়াড়দের নিয়ে এগুলো হাই-প্রোফাইল ম্যাচ।”

“একজন গোলরক্ষক হিসেবে তাদেরকে সতীর্থ হিসেবে পাওয়াটা আমার জন্য লাভজনক ছিল। আমি তাদের বিপক্ষেও খেলেছি, তাদের বিপক্ষে খেলাটা খুব কঠিন।”

সাবেক সতীর্থদের শুভকামনা জানান চিলির গোলরক্ষক ব্রাভো। সেই সঙ্গে ‘এমএসএন’- এর বিপক্ষে লড়াইটা দারুণ হওয়ার প্রত্যাশার কথা জানান।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ