রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার জার্সি গায়ে খেলতে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে? এমন ঘটনা কল্পনা না করা গেলেও সাবেক পর্তুগিজ কিংবদন্তি লুইস ফিগো বলছেন সেটা সম্ভব!
ফিগো এক রকম জোর দিয়েই বলছেন, তার জাতীয় দলের উত্তরসূরি সিআর সেভেনকে কিনতে পারে বার্সেলোনা। তার মতে, এখনকার দিনের দল-বদল ঠিক আগের মতোই। বাই আউট ক্লজের অর্থ পরিশোধ করলে কাতালান ক্লাবটিতে খেলতে পারেন রিয়ালের হয়ে দুইবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা রোনালদো।
এ প্রসঙ্গে লুইস ফিগো বলেন, ‘আমরা উন্মুক্ত বাজারে রয়েছি। এখানে বাই আউট ক্লজ দেওয়া আছে। সুতরাং যে কোনো কিছু ঘটতে পারে।’
১৯৯৫ থেকে ২০০০ পর্যন্ত বার্সেলোনার মাঝমাঠের কাণ্ডারি ছিলেন ফিগো। ১৭২ ম্যাচে ৩০টি গোল করেন তিনি। তবে ২০০০ সালে বার্সেলোনা ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন ফিগো। ২০০৫ পর্যন্ত রিয়ালের সোনালী সময়ের সাক্ষী হন তিনি। খেলেন ১৬৪টি ম্যাচ, গোলের দেখা পান ৩৮টি।