২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের অষ্টম রাউন্ডে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল।
বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় ভেনেজুয়েলের মাঠে খেলবে আর্জেন্টিনা। আর সকাল পৌনে ৭টায় ঘরের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।
অবসর ভেঙে ফের জাতীয় দলে ফেরা লিওনেল মেসিকে ছাড়াই ভেনেজুয়েলের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে আর্জেন্টিনাকে। তার একমাত্র গোলেই সর্বশেষ ম্যাচে উরুগুয়েকে হারিয়েছিল আলবিসেলেস্তেরা।
সেই ম্যাচেই আগের কুঁচকির চোট নতুন করে পেয়ে বসেন মেসি। ঝুঁকি এড়াতে ভেনেজুয়েলার বিপক্ষে মেসিকে না খেলানোর সিদ্ধান্তের কথা আগেই নিশ্চিত করেন আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউজা।
ভেনেজুয়ালের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের চারটিই জিতেছে আর্জেন্টিনা। জুনে সবশেষ ম্যাচে শতবার্ষিকী কোপা আমেরিকায় ভেনেজুয়েলাকে ৪-১ গোলে হারায় তারা।
অন্যদিকে ব্রাজিল তাদের সর্বশেষ ম্যাচে ইকুয়েডরকে তাদের মাঠেই হারায় ৩-০ গোলে। দেশটির রাজধানী কিটোতে যেটি গত ৩৩ বছরে ব্রাজিলের প্রথম জয়।
ব্রাজিল দলে চোটের শঙ্কা নেই। তবে কলম্বিয়ার সামনে কঠিন পরীক্ষাই দিতে হবে নেইমার-আলভেসদের। দুই দলের সবশেষ ম্যাচে ২০১৫ সালের কোপা আমেরিকায় কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল সেলেসাওরা। এবারের ম্যাচটি তাই ব্রাজিলের জন্য প্রতিশোধেরও।
সপ্তম রাউন্ড শেষে ১৪ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচ শেষে উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর- তিন দলেরই পয়েন্ট ১৩। ব্রাজিল ও প্যারাগুয়ের ১২।
এই অঞ্চল থেকে চারটি দল সরাসরি ও পঞ্চম দলটি প্লে-অফ খেলে সুযোগ পায় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।