৬ সেপ্টেম্বর বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে গেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও বামহাতি স্পিনার আরাফাত সানি। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১০ টায় ব্রিসবেন ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে প্রথমে পরীক্ষা দেন তাসকিন আহমেদ। এরপর পরীক্ষা দেন স্পিনার আরাফাত সানি। বাংলাদেশের এই দুই ক্রিকেটারের সাথে পরীক্ষার সেই মুহুর্তে ছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ চান্ডিকা হাতুরুসিংহে। এদিকে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের বিশ্বাস শতভাগ নিঁখুত হয়েই দেশে ফিরবেন তাসকিন আহমেদ।
আজ (বৃহস্পতিবার) সাংবাদিকদের সাথে কথোপকথনে সুজন বলেন, “অবশ্যই শতভাগ নিখুঁত হয়েই ফিরবে ও (তাসকিন)। তাসকিনের যে সমস্যাগুলো ছিলো আমার মনে হয় না এটা বড় কোন সমস্যা। বিশ্বের ১০০টা খেলোয়াড় খুঁজে নিয়ে আসলে, দেখা যাবে এদের প্রত্যেকের মধ্যেই ছোট-খাটো কোনও সমস্যা থাকবেই। বলা হচ্ছে তাসকিনের বাউন্সারে সমস্যা আছে। জোরে বল করলে এমন একটু আধটু হবেই। এছাড়া ওর ডেলিভারিটা যে একটু সাইড থেকে আসতো সেটা ঠিক করা হয়েছে। আশা করি ও নিখুঁতভাবে ফিরতে পারবে।”
এদিকে বাংলাদেশের সাথে তিন ম্যাচের সিরিজ খেলতে ২১ সেপ্টেম্বর ঢাকায় আসবে আফগানিস্তান ক্রিকেট দল। তবে মূল লড়াই শুরু হবে ২৫ সেপ্টেম্বর থেকে। সুজন মনে করেন আফগানিস্তান সিরিজেই তাসকিনকে দলে পাবে বাংলাদেশ। পাশাপাশি তিনি তাসকিনের ফলাফলের তারিখও জানান। সুজন বলেন, “আমি মনে করি তাসকিনকে আফগানিস্তান সিরিজের আগেই আমরা পাবো। আইসিসি ২২ সেপ্টেম্বরের মধ্যে রেজাল্ট দেবে। সবমিলিয়ে তার রেজাল্ট ইতিবাচক হবে বলেই বিশ্বাস।”
উল্লেখ্য, ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এরপর ভারতের চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরিতে পরীক্ষা দেন এই দুই ক্রিকেটার। পরে রিপোর্টের ভিত্তিতে আইসিসি তাদের অ্যাকশনে ত্রুটি থাকায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করে। ফলে বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরে আসতে হয় এই দুই ক্রিকেটারকে। দেশে ফিরেই অ্যাকশন শুধরানো শুরু করে তাসকিন ও সানি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল পাবার পরেই আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আবেদন করে বিসিবি। আর আইসিসি থেকে নিষিদ্ধ মুক্ত হতেই আজ ব্রিসবেনে পরীক্ষা দেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি।