মুস্তাফিজদের খেলার লাইভ
মোস্তাফিজের ২য় ম্যাচে সারে ক্রিকেটের মুখোমুখি সাসেক্স শার্কস। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৫৩ রান তোলে সাসেক্স।
১৫৩ রানের জবাবে এখন ব্যাট করছে সারে ক্রিকেট। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ ওভার শেষে ৩ উইকেটে ১১৬ রান তুলেছে সারে। সাসেক্স শার্কসের বিরুদ্ধে জয় পেতে হলে ৩৮ বলে ৩৬ রানের প্রয়োজন সারে ক্রিকেটকে। যা টি-২০ ক্রিকেটে খুব কঠিন কাজ নয়।
অল্প রান পুজি করে জয় পেতে হলে সাসেক্স হয়ে সবথেকে যার বেশি ভূমিকার আশা করা হয়েছিল সেই মোস্তাফিজই আজ মতেও জ্বলে উঠতে পারলেন না। উল্টো প্রথম ওভারে বল করতে গিয়ে ১০ রান দিয়েছেন মোস্তাফিজ। তবে ২য় ওভারে বল করতে গিয়ে কিছুটা রান রেট কমালেও। ভালো কিছু করতে পারলেন না। দুই ওভার করে মোস্তাফিজ দিয়েছেন ১৪ রান।
ক্রেইগ কচোপার ৪৩ বলে ৪৫ এবং ম্যাট মচনের ২৬ বলে ২১ রান দলকে কঠিন সময়ে ঘুরিয়ে দিতে সক্ষম হন। তবে উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস ন্যাশও ভালো ভূমিকা রাখে।
গতকালের মতো ব্যাটে নেমে দারুন শুরু করেছিলেন ক্রিস ন্যাশ। কিন্তু গতদিনের মতো যোগ্য সঙ্ঘ দিতে ব্যর্থ হন অধিনায়ক লুক রাইট। ব্যক্তিগত ১৪ বল খেলে মাত্র ৭ রানের মাথায় সাজঘরে ফেরেন তিনি। এরপর আজার মাহমুদের বলে ১৮ রানের মাথায় আউট হয়ে যান গতম্যাচে ৩৩ রান করা ফিল সল্ট। তবে ৩৪ বলে ৩৯ রানের ক্রিশ ন্যাশের ইনিংসটা অবশ্য দলকে কিছুটা ভালো অবস্থানে দাড় করায়।
১৫৩ রানের জবাবে এখন ব্যাট করছে সারে ক্রিকেট। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ ওভার শেষে ৩ উইকেটে ১১৬ রান তুলেছে সারে। সাসেক্স শার্কসের বিরুদ্ধে জয় পেতে হলে ৩৮ বলে ৩৬ রানের প্রয়োজন সারে ক্রিকেটকে। যা টি-২০ ক্রিকেটে খুব কঠিন কাজ নয়।
অল্প রান পুজি করে জয় পেতে হলে সাসেক্স হয়ে সবথেকে যার বেশি ভূমিকার আশা করা হয়েছিল সেই মোস্তাফিজই আজ মতেও জ্বলে উঠতে পারলেন না। উল্টো প্রথম ওভারে বল করতে গিয়ে ১০ রান দিয়েছেন মোস্তাফিজ। তবে ২য় ওভারে বল করতে গিয়ে কিছুটা রান রেট কমালেও। ভালো কিছু করতে পারলেন না। দুই ওভার করে মোস্তাফিজ দিয়েছেন ১৪ রান।
ক্রেইগ কচোপার ৪৩ বলে ৪৫ এবং ম্যাট মচনের ২৬ বলে ২১ রান দলকে কঠিন সময়ে ঘুরিয়ে দিতে সক্ষম হন। তবে উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস ন্যাশও ভালো ভূমিকা রাখে।
গতকালের মতো ব্যাটে নেমে দারুন শুরু করেছিলেন ক্রিস ন্যাশ। কিন্তু গতদিনের মতো যোগ্য সঙ্ঘ দিতে ব্যর্থ হন অধিনায়ক লুক রাইট। ব্যক্তিগত ১৪ বল খেলে মাত্র ৭ রানের মাথায় সাজঘরে ফেরেন তিনি। এরপর আজার মাহমুদের বলে ১৮ রানের মাথায় আউট হয়ে যান গতম্যাচে ৩৩ রান করা ফিল সল্ট। তবে ৩৪ বলে ৩৯ রানের ক্রিশ ন্যাশের ইনিংসটা অবশ্য দলকে কিছুটা ভালো অবস্থানে দাড় করায়।