গাব্রিয়েলকে বার্সেলোনায় পেতে চান নেইমার

পালমেইরাসের ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসকে পেতে ইউরোপের অনেক বড় ক্লাবই আগ্রহ দেখাচ্ছে। ব্রাজিলের এই উঠতি তারকাকে নিজের ক্লাব বার্সেলোনায় পেলে খুশি হবেন বলে জানিয়েছেন নেইমার।

১৯ বছর বয়সী গাব্রিয়েলকে পেতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি সবচেয়ে বেশি আগ্রহী বলে সম্প্রতি খবর বের হয়। তবে ব্রাজিল অধিনায়ক নেইমার তাকে বার্সেলোনায় যেতে উদ্বুদ্ধ করে যাচ্ছেন।

নেইমার বলেন, “আমি গাব্রিয়েল জেসুসের সঙ্গে কথা বলেছি। শুধু তার সঙ্গেই নয়, অন্য খেলোয়াড়দেরও বলেছি, বার্সেলোনার হয়ে খেলতে আর শহরটিতে থাকতে কেমন লাগে।”

“সে অসাধারণ এক খেলোয়াড়। আমরা জানি, অনেক ক্লাব তাকে পেতে চাইছে। (পালমেইরাস) ছাড়ার সঠিক মুহূর্তটা তাকে বুঝতে হবে, আমরা দলে ভালো খেলোয়াড়দের পেতে চাই।”

বার্সেলোনায় নাম লেখালে জেসুস সুখে থাকবেন বলেই মনে করেন নেইমার।

“সে বার্সেলোনায় আসলে খুব সুখী হবে। হয়ত আমরা বিশ্বের সবচেয়ে বড় ক্লাব। শহরটি আর এর প্রতিদিনের জীবন অসাধারণ বলেই সে সুখী হবে।”

নেইমার-জেসুসরা অবশ্য আপাতত রিও দে জেনেইরো অলিম্পিক নিয়েই ভাবছেন। আগামী ৫ অগাস্ট এবারের অলিম্পিকের উদ্বোধন হবে। তবে ফুটবলে সোনার লড়াই শুরু হয়ে যাবে ৪ অগাস্ট। ওই দিনই ব্রাজিলিয়ায় স্তাদিও নাসিওনাল মানে গারিঞ্চাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অলিম্পিক ফুটবলে প্রথমবারের মতো ব্রাজিলের সোনা জয়ের অভিযান। ‘এ’ গ্রুপে স্বাগতিকদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও ডেনমার্ক।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ