মুস্তাফিজের জন্য ফেসবুকে সাসেক্সের বাংলায় পোস্ট



মুস্তাফিজ যেনো বাংলা ব্রান্ডকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছেন। ইতিপূর্বে আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদে’র কোচ-খেলোয়াড়রা শুধু মুস্তাফিজের জন্যই বাংলা শেখার চেষ্টা করেছিলেন। এবার তার ইংলিশ কাউন্টি দল সাসেক্সও মজেছে বাংলা ভাষার বন্দনায়।

মাঠে নেমেই মাত-করা মুস্তাফিজকে নিয়ে এবার ফেসবুক পেজে বাংলায় স্ট্যাটাস দিয়েছে তার দল সাসেক্স। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে তার দল সাসেক্স এক ফেসবুক বার্তায় লিখেছে: আজকের ম্যাচ শুরু হবে রাত (১১.৩০) টায়, আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।

এর আগে, মুস্তাফিজুর রহমানের অভিষেক হয়েছে কাউন্টি ক্রিকেটে। টি-টোয়েন্টি ব্ল্যাস্টে প্রথম খেলাতেই ম্যান অব দ্য ম্যাচ তিনি। ২০ বছরের কাটার বিস্ময়ের ওপর ভর করেই আট ম্যাচের মধ্যে মাত্র দ্বিতীয় জয়ের দেখা পেল সাসেক্স শার্কস। এসেক্সকে ২৪ রানে হারানো ম্যাচে চেমসফোর্ডে উঠেছিল মুস্তাফিজ ঝড়।

অবশ্য লিগে খুব একটা ভালো অবস্থানে নেই সাসেক্স। এই ম্যাচে জয়ে ১২ ম্যাচে ১২ পয়েন্ট হলো তাদের। নক আউটে খেলতে হলে শেষ তিন ম্যাচেই জিততে হবে তাদের। সেই শেষ তিনের প্রথম জয়টি ইংল্যান্ডে পা রেখেই এনে দিলেন বাঁ হাতি ফাস্ট বোলার মুস্তাফিজ।


সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ