মুস্তাফিজের সাসেক্স জয়ের সাক্ষী হলেন আশরাফুল

সরাসরি সম্প্রচার না হওয়ায়, বাংলাদেশে বসে মুস্তাফিজুর রহমানের কাউন্টি অভিষেক ম্যাচ কেউ দেখতে পারেনি। একাই চার উইকেট নিয়ে ইংল্যান্ডেও বিধ্বংসী হয়েছিলেন, সেটা অবশ্য একজন ঠিকই দেখলেন। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। মাঠে বসেই মুস্তাফিজের খেলা দেখেছেন তিনি। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বরাত দিয়েই জানা গেলো, সাসেক্স বনাম এসেক্সের ম্যাচে গ্যালারিতে বসে মুস্তাফিজের ‘রহস্য’ বোলিং উপভোগ করেছেন আশরাফুল। সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক সাবেক কোচ শহিদুল আলম রতনও। 

ম্যাচ পাতানোর অভিযোগে শাস্তি পাওয়া আশরাফুল মাঠে ফেরার দিন গুনছেন। পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটছে আগস্টে। অনেক আগে থেকেই অনুশিলন চালিয়ে যাচ্ছেন। ব্যক্তিগত কাজে লন্ডনে অবস্থানের কারণে মুস্তাফিজের ম্যাচটি দেখার সুযোগ হাতছাড়া করেননি তিনি।

এদিক, নিজের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের মাটিতে নিজেকে নতুন করে চেনালেন মুস্তাফিজ। অপরিচিত পরিবেশ, অপরিচিত উইকেট; কোনকিছুই বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি তার পারফরম্যান্সের সামনে। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২০১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় মুস্তাফিজের সাসেক্স। 

জবাবে, মুস্তাফিজের বোলিং তোপে ১৭৬ রানেই শেষ করতে হয় এসেক্সের ইনিংস। নিজের চার ওভার বোলিং কোটার শতভাগ ব্যবহার করেছেন মুস্তাফিজ। ২৩ রান খরচ করে তুলে নিয়েছেন চার উইকেট। জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ