বাংলাদেশ সময় আজ (সোমবার) সকাল সাড়ে ৭টায় ঐতিহ্যবাহী ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামের ম্যাচটি প্রথমার্ধ গোলশূন্য মীমাংসা হলেও দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে ঘটে বড় ধরণের অঘটন। পেরুর বদলি খেলোয়াড় হিসেবে নামা পেরুর রুইদিয়াসের ‘হ্যান্ড’ গোলে মাথায় চিন্তার বাঁজ পড়ে ব্রাজিলের।
৭৫তম মিনিটে গোলটির পর টিভি রিপ্লে দেখা যায় কিঞ্চিত ডান হাতের ছোঁয়ায় ব্রাজিলের জালে বল পাঠান রুইদিয়াস। তবে ভিডিও রিপ্লে
দেখে সিদ্ধান্ত দেয়ার সুযোগ নেই কোপা আমেরিকার এই আসরে। আর তাতেই কেল্লা পথে ব্রাজিল। সর্বপরি ব্রাজিলের খেলোয়াড়দের ক্ষোভে ফাটিয়ে শেষ পর্যন্ত পেরুর পক্ষে গোলের সিদ্ধান্ত দেন রেফারি।
৭৫তম মিনিটে গোলটির পর টিভি রিপ্লে দেখা যায় কিঞ্চিত ডান হাতের ছোঁয়ায় ব্রাজিলের জালে বল পাঠান রুইদিয়াস। তবে ভিডিও রিপ্লে
দেখে সিদ্ধান্ত দেয়ার সুযোগ নেই কোপা আমেরিকার এই আসরে। আর তাতেই কেল্লা পথে ব্রাজিল। সর্বপরি ব্রাজিলের খেলোয়াড়দের ক্ষোভে ফাটিয়ে শেষ পর্যন্ত পেরুর পক্ষে গোলের সিদ্ধান্ত দেন রেফারি।
তবে শেষ ১৫ মিনিটে একাদিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি ব্রাজিল। তাই সর্বশেষ ১৯৮৫ সালের পর প্রথম বারের মতো পেরুর কাছে হেলে বিদায়ই নিতে হলো পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে বিতর্ক। ব্রাজিল সমর্থক বলছেন এটি নিছক ষড়যন্ত্র, এখানে ফাসানো হয়েছে ব্রাজিলকে। অন্যদিকে পেরু সমর্থকরা বলছেন, ব্রাজিল তার প্রাপ্তটাই পেয়েছেন। অর্থাৎ তাদের বর্তমান পারফরম্যান্স যা তাই হয়েছে।
এ নিয়ে তানিম আহমেদ নামে এক সাংবা কর্মী খেলাটির একটি ছবি পোস্ট দিয়ে তাতে লিখেন, কবি এখানেই নিরব।
এমএ আহাদ নামে আরেক সাংবাদ কর্মী খেলা শেষে মজা করে তার ফেসবুকে লিখেন, দয়া করে কেউ আমাকে ফলাফলটা জানবেন কেউ (হাসির ইমু)? আমি কিন্তু ঘুমের জন্য খেলা দেখতে পারি নাই।
এছাড়া নাগিব নাজমুল নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ব্রাজিল সমর্থক বিষয়টিকে রহস্যময় বলে উল্লেখ্য করছেন। তিনি তার আইডি লেখেন, এটা কি সত্যি গোল ছিলো?? না এটার পিছনে কোন রহস্য আছে?