টি-টুয়েন্টি সংস্করণের এশিয়া কাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পেস বোলিং এর অন্যতম অস্ত্র ছিলেন আল-আমিন হোসেন। প্রতি ম্যাচে রান একটু বেশি দিলেও উইকেট নিতেন নিয়মিত। গুরুত্বপূর্ণ সময়ে এনে দিতেন ব্রেকথ্রো।
সম্প্রতি ভারতীয় পেসার জাস্প্রিত বুমরাহ বাংলাদেশের পেসার আল-আমিনকে অতিক্রম করে ২০১৬ সালের টি-টুয়েন্টিতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন। ১৮ ম্যাচে বুমরাহ এর সংগ্রহ এখন ২৪ উইকেট। অন্যদিকে আল-আমিনের উইকেট সংখ্যা ২২ টি। বুমরাহ এর চেয়ে ২ টি উইকেট কম সংগ্রহ করেছেন আল-আমিন। তবে, উইকেট প্রাপ্তির স্ট্রাইকরেটে বুমরাহ এর থেকে অনেক এগিয়ে তিনি। আল-আমিন মাত্র ১৪ ম্যাচেই পেয়েছেন এই ২২ উইকেট।
জিম্বাবুয়ের সাথে দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচে ১১ রানে ৩ টি উইকেট নিয়ে আল-আমিনকে অতিক্রম করেন বুমরাহ। এই ম্যাচের আগে বুমরাহ এর এই বছরে উইকেট সংখ্যা ছিল ২১ টি।
বুমরাহ আর আল-আমিন দুইজন পেসার সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের প্রথম দুইটি জায়গা নিয়ে থাকলেও পরের দুইটি স্থানে আছেন দুই জন স্পিনার। ৩ নাম্বারে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও ৪ নাম্বারে আছেন বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান। অন্যদিকে ৫ম স্থানে আছেন সংযুক্ত আরব আমিরাতের আমজাদ জাভেদ।
২০১৬ সালের টি-টুয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীর লিস্টঃ
জাস্প্রিত বুমরাহ– ১৮ ম্যাচে ২৪ উইকেট।
আল-আমিন হোসেন– ১৪ ম্যাচে ২২ উইকেট।
রবিচন্দ্রন অশ্বিন– ১৫ ম্যাচে ২১ উইকেট।
সাকিব আল হাসান– ১৬ ম্যাচে ২০ উইকেট।
আমজাদ জাভেদ– ১০ ম্যাচে ১৮ উইকেট।
রবিচন্দ্রন অশ্বিন– ১৫ ম্যাচে ২১ উইকেট।
সাকিব আল হাসান– ১৬ ম্যাচে ২০ উইকেট।
আমজাদ জাভেদ– ১০ ম্যাচে ১৮ উইকেট।