আজকের ম্যাচটিতে ড্র হলেই চলত ব্রাজিলের। কিন্তু ম্যাচের ৭৫ মিনিটে পেরুর বদলি খেলোয়াড় আন্দ্রের হাত দিয়ে গোলে বদলে গেল দৃশ্যপট। আর এই হার মানতে পারছেন না দুঙ্গা। বলেছেন, ‘আজ কী হয়েছে, তা সবাই দেখেছে। কিন্তু সবাই যা দেখেছে, সেটা বদলানোর ক্ষমতা আমাদের হাতে নেই।’
তবে শেষ অবধি প্রশ্ন ছুঁড়ে দেন দুঙ্গা, ‘বুঝতে পারছি না, চার মিনিট ধরে কথা বলার পর রেফারি আর সহকারী রেফারি বিষয়টা ঠিকই করতে পারলেন না। যদি তা না করাই হবে, তাহলে চার মিনিট ধরে কথা বলার মানে কী? ব্রাজিল বিদায় নিয়েছে, কিন্তু এই বিদায় ফুটবল খেলে নয়।’