গেল বছরের জুনে ভারতের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট পেয়েছিলেন ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজ। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেও ছয় উইকেট তুলে নিয়ে ভারতের মত দলের শক্তিশালী ব্যাটিং লাইনআপ একাই গুড়িয়ে দেন তিনি। সেই সাথে পুরো ক্রিকেট বিশ্বকে জানান দেন তার উপস্থিতির কথা।
একে একে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ক্রিকেটের তিনটি ফরম্যাটেই নিজের জাত চিনিয়েছেন তিনি। মজার ব্যাপার হচ্ছে, ক্রিকেটের এই তিন ফরম্যাটে মুস্তাফিজ সর্বমোট চারবার জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনা! তবে,পরপর দুই বলে উইকেটের দেখা পেলেও, অধরাই থেকে গেছে টানা তিন বলে তিন উইকেট।
ওয়ানডেতে মুস্তাফিজ ভারতের বিপক্ষে অভিষেকে ম্যাচেই দেখা পান হ্যাটট্রিক চান্সের। ইনিংসের ৩৭ তম ওভারে পরপর দুই বলে ফিরিয়ে দেন সুরেশ রায়না এবং রবিচন্দ্রন অশ্বিনকে। পান নি হ্যাটট্রিকের দেখা। সিরিজের ও নিজের দ্বিতীয় ম্যাচেও হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন তিনি। ইনিংসের ৪০ তম ওভারের তৃতীয় বলে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ফিরিয়ে দেন তিনি। এরপরের বলেও অক্ষর প্যাটেলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন মুস্তাফিজ। কিন্তু ওভারের পঞ্চম বলটি রবিচন্দ্রন অশ্বিন ঠেকিয়ে দিলে অধরাই থেকে যায় মুস্তাফিজের হ্যাটট্রিক।
ওয়ানডের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে এই বাঁ-হাতি পেসারের। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইনিংসের ৬০ তম ওভারের প্রথম বলেই ফিরিয়ে দেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলাকে। এরপরের বলে জেপি ডুমিনিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন। কিন্তু কুইন্টন ডি কক ওভারের তৃতীয় বলটি ঠেকিয়ে দিলে টেস্টেও অধরা থেকে যায় মুস্তাফিজের হ্যাটট্রিক। যদিও পরের বলেই কককে বোল্ড আউট করেছিলেন মুস্তাফিজ, কিন্তু মাঝের একটি বলের কারণে হয়নি হ্যাটট্রিক!
নতুন বছরে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও মুস্তাফিজ জাগিয়ে তোলেন হ্যাটট্রিকের সম্ভাবনা। কিন্তু এবারও সেই একই গল্প। ইনিংসের ১৯ তম ওভারের প্রথম বলেই সাজঘরে পাঠান জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগাম্বুরাকে। দ্বিতীয় বলেও বোল্ড করেন লুক জোঙ্গেকে। হ্যাটট্রিক বলটি শন উইলিয়ামস ঠেকিয়ে দিলে তিন ফরম্যাট মিলিয়ে 'হ্যাটট্রিক মিসের হ্যাটট্রিক' হয়ে যায় মুস্তাফিজের! এই ম্যাচে চার ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন দুই উইকেট।
এবার এশিয়া কাপের ত্রয়োদশতম আসরে প্রথমবারের মত টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার আরব আমিরাতের বিপক্ষে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন। ইনিংসের অষ্টম ওভারে প্রথম বলেই মোহাম্মদ শেহজাদকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। এরপরের বলে সপ্নিল পাতিলকেও ফিরিয়ে দিলে হ্যাটট্রিক করার সম্ভাবনা জাগিয়ে তোলেন। কিন্তু হ্যাটট্রিক বলটি অধিনায়ক আমজাদ জাভেদ ঠেকিয়ে দিলে আবারও অধরাই থেকে যায় মুস্তাফিজের হ্যাটট্রিক।
মজার ব্যাপার, তিন ফরম্যাটেই হ্যাটট্রিক সম্ভাবনা জাগিয়ে তোলার ক্ষেত্রে প্রথম বলটিতে তিন বারই প্রতিপক্ষ দলের তিন অধিনায়ককে ফিরিয়ে দেন মুস্তাফিজ। তবে চতুর্থবার এর ব্যতিক্রম ঘটলো।