স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে চলমান এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪৫ রানের ব্যবধানে হারলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫২ রানের জয় তুলে নিয়েছে।
শুক্রবার মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশর ১৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের বোলিং তোপে পড়ে মাত্র ৮২ রানে লণ্ডভণ্ড যায় আমিরাত। এক পর্যায়ে ১৭.৪ বল খেলে জয়ের বন্দরে পৌছে যান বাংলাদেশ। এদিন টাইগার বোলাদেরে পক্ষে দুইটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান এবং অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আর একটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও আল আমিন হোসেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জয়ের জন্য সংযুক্ত আরব আমিরাতকে করতে হবে ১৩৪ রান। বাংলাদেশের ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৭ রান করেন মোহাম্মদ মিথুন। তার ৪৭ রানের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কার মার ছিল। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৩৬ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার ইনিংসে ১টি চার ও ২টি ছক্কার মার ছিল।