স্পোর্টস আপডেট ডেস্ক – আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া এবারের আসরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা ছাড়াও সহযোগী একটি দেশ খেলার সুযোগ পাবে। সহযোগী দেশটিকে অবশ্য বাছাইপর্বের বাধা পেরিয়ে আসতে হবে মূল পর্বে।