বাংলাদেশ জাতীয় দলের প্রাণ ভোমরা সাকিব আল হাসান। ব্যাট-বলে সমান তালে জ্বলে উঠতে পারদর্শী দেশ সেরা এই অলরাউন্ডার। দেশের মাটিতে কিংবা দেশ-বিদেশের ঘরোয়া লিগে নিজের পারফরম্যান্স দেখিয়ে ক্রিকেটীয় ব্যান্ডে পরিণত হয়েছেন তিনি।
আসন্ন এশিয়া কাপ ও ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বসেরাদের আসর টি২০ বিশ্বকাপ উপলক্ষ্যে বর্তমানে খুলনায় অবস্থান করছেন সাকিব। সেখানে সবার সঙ্গে হাড়-ভাঙা পরিশ্রম করছেন তিনি। দলের এবং দেশের জন্য সাকিব যে নিবেদিত প্রাণ তা লক্ষ্য করা যায় বেশ কয়েক মাস আগে দেশের প্রথম সারির একটি রেডিওতে দেখা তার সাক্ষাৎকার।
ওই অনুষ্ঠানটিতে সাকিব এসেছিলেন ভক্তদের তার জীবনের গল্প শুনতে। তিনি তার জীবনের অজানা নানা বিষয়ে বলতে বলতে এক পর্যায়ে শেয়ার করেন ফুল বিক্রেতা এক তরুণীর গল্প।
সাকিব বলেন, আমি আর শিশির গাড়ি করে বাসায় ফিরছিলাম। এমন সময় এক ফুল বিক্রেতা এসে আমাকে ফুল নিতে বলে। ভাংতি না থাকায় আমি ফুল নিতে অনিচ্ছা প্রকাশ করি। কিন্তু তাৎক্ষণিকই সেই মেয়েটি আমাকে বলে উঠে সাকিব ভাই টাকা লাগবো না এই ফুলটা নেন।আর ফুলটার বিনিময়ে দেশের জন্য একটা ছক্কা মাইরেন।’
তখন সাকিব ওই ফুল বিক্রেতা শিশুর দেশ প্রেম দেখে অঝোরে কাঁদতে থাকেন।
আসন্ন এশিয়া কাপ ও ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বসেরাদের আসর টি২০ বিশ্বকাপ উপলক্ষ্যে বর্তমানে খুলনায় অবস্থান করছেন সাকিব। সেখানে সবার সঙ্গে হাড়-ভাঙা পরিশ্রম করছেন তিনি। দলের এবং দেশের জন্য সাকিব যে নিবেদিত প্রাণ তা লক্ষ্য করা যায় বেশ কয়েক মাস আগে দেশের প্রথম সারির একটি রেডিওতে দেখা তার সাক্ষাৎকার।
ওই অনুষ্ঠানটিতে সাকিব এসেছিলেন ভক্তদের তার জীবনের গল্প শুনতে। তিনি তার জীবনের অজানা নানা বিষয়ে বলতে বলতে এক পর্যায়ে শেয়ার করেন ফুল বিক্রেতা এক তরুণীর গল্প।
সাকিব বলেন, আমি আর শিশির গাড়ি করে বাসায় ফিরছিলাম। এমন সময় এক ফুল বিক্রেতা এসে আমাকে ফুল নিতে বলে। ভাংতি না থাকায় আমি ফুল নিতে অনিচ্ছা প্রকাশ করি। কিন্তু তাৎক্ষণিকই সেই মেয়েটি আমাকে বলে উঠে সাকিব ভাই টাকা লাগবো না এই ফুলটা নেন।আর ফুলটার বিনিময়ে দেশের জন্য একটা ছক্কা মাইরেন।’
তখন সাকিব ওই ফুল বিক্রেতা শিশুর দেশ প্রেম দেখে অঝোরে কাঁদতে থাকেন।