অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ: আজ চারটি ম্যাচ

সবগুলো ম্যাচ শুরু সকাল নয়টায়। শেরেবাংলা স্টেডিয়ামে অন্যতম ফেভারিট ভারতের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড।

প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ ডিতে টুর্নামেন্টের শুভ সূচনা করে ভারত। একই গ্রুপে আয়ারল্যান্ড নামছে নিজেদের দ্বিতীয় ম্যাচে। ফতুল্লায় তাদের প্রতিপক্ষ নেপাল। দিনের অন্যম্যাচে সিলেটে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে আফগানিস্তান।

বি গ্রুপের প্রথম ম্যাচে আফগানিস্তান হেরে গিয়েছিলো পাকিস্তানের কাছে। আর ক্যানাডাকে ১৯৬ রানের বড় ব্যবধানে হারিয়েছিলো শ্রীলঙ্কা। বি গ্রুপে খেলতে নামছে পাকিস্তানও। সিলেট জেলা স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ক্যানাডা।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ