ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম।
আগামী বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর তিনি অবসরে যাবেন।
৩৪ বছর বয়সী মারকুটে এ ব্যাটসম্যান বলেন, মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এ সিদ্ধান্তের ফলে স্কোয়াডে থাকা না থাকার বিষয়ে আমাকে নিয়ে কোনো গুঞ্জন তৈরি হবেনা।