বিশ্বে নতুন চমক, গেইলের পরম বন্ধু হলেন কাটার মুস্তাফিজ!


স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সেরা আবিস্কার মুস্তাফিজুর রহমান। কাটার জাদুর কাছে হার মেনেছে বিশ্বের সব মারকুটে ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে ক্রিস গেইল যে কতটা বড় মাপের ব্যাটসম্যান তা বলার আর অপেক্ষা রাখে না। বিপিএলে বরিশাল বুলসের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামেন ক্রিস গেইল। সেদিন ব্যাটে রাজত্ব ছিল গেইলের। কিন্তু যখন বল হাতে আসেন মুস্তাফিজুর রহমান তখন বোকা হয়ে যান ক্রিস গেইল। সরাসরি মিডেল স্ট্রাম্প ভেঙ্গে যায় গেইলের। কিন্তু এখন এই মুস্তাফিজ এখন গেইলের পরম বন্ধু। পাকিস্তান সুপার লিগের সুবাধে বন্ধুত্বের বন্ধনে আবন্ধ হয়েছেন তারা। পাকিস্তান সুপার লিগে লাহোরেরর হয়ে ব্যাট হাতে ঝড় তুলবেন গেইল ও বল হাতে কাঁপিয়ে দেবেন মুস্তাফিজ। মুস্তাফিজের দলের আইকন ক্রিকেটার ক্রিস গেইল। সে হিসাবে এই টিমকে নেতৃত্ব দেয়ার কথাও রয়েছে ক্রিস গেইলের।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ