অস্ট্রেলিয়ার ৫ গ্রেট ক্রিকেটার দল পাননি পাকিস্তান সুপার লিগে


স্পোর্টস ডেস্ক : এ তালিকায় শুধু বাংলাদেশের ক্রিকেটাররাই নয় অস্ট্রেলিয়ার ৫ গ্রেট ক্রিকেটার কোনো দল পাননি পিএসএলে। তালিকায় থাকলেও তাদের দল পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীন। অস্ট্রেলিয়ার মিডিয়ায় প্রকাশিত হয় এ নিয়ে লম্বা প্রতিবেদন। ড্র হওয়ার দিনে দুই জন অস্ট্রেলিয়ার ক্রিকেটার দল পেয়েছেন পাকিস্তান সুপার লিগে। তারা হলেন ওয়াটসন ও ব্রাড হ্যাডিন। ওয়াটসন আইকন ক্রিকেটার হিসাবে ও হ্যাডিন ডায়মন্ড ক্যাটাগরির খেলোয়াড় হিসাবে খেলবেন ইসলামাবাদ দলে। পাকিস্তান সুপার লিগে দল পাননি ব্রাড হজ, ব্রাড হগ, শন টেইট, বেন ল্যংগহিন ও ব্রেড লি। আরব আমিরাতে ৪ ফেব্রুয়ারি শুরু হবে এই টি-টোয়েন্টি ক্রিকেটের আসর। ২৩ ফেব্রুয়ারি হবে ফাইনাল ম্যাচ।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ