জাতীয় দলে রনি


অনুমেয়ই ছিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগেই (বিপিএল) বল হাতে নজর কেড়েছেন নির্বাচকদের। জিম্বাবুয়ের বিপে টি-২০ সিরিজ, এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের নির্বাচক প্যানেল ২৪ সদস্যের যে প্রাথমিক দল ঠিক করেন। সেই দলেই জায়গা হলো বিপিএল মাতানো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার আবু হায়দার রনির।

জাতীয় দলের ক্রিকেটারদের বাইরে বিপিএলে নজরকাড়া কয়েকজন ক্রিকেটারকেও ২৪ সদস্যের তালিকায় রাখা হয়েছে। বিপিএলে দেশের হয়ে সর্বোচ্চ ২১ উইকেট পাওয়া আবু হায়দার রনির পারফরম্যান্সের প্রশংসা ইতোমধ্যেই করেছেন নির্বাচক প্যানেল। জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিশ্বাস বাঁহাতি এ পেসার জাতীয় দলে খেলার যোগ্যতা রাখেন। তার কথা সত্যি হতে বেশি সময় লাগেনি।
এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ক্যাম্প শুরু করবে জাতীয় দলের ক্রিকেটারেরা। দু’টি বড় টুর্নামেন্টের আগে জিম্বাবুয়ের বিপে টি-২০ সিরিজও খেলতে পারে বাংলাদেশ। এমন আলোচনাই চলছে। সব মিলিয়ে নতুন বছরের প্রথম চার মাস জাতীয় দল ব্যস্ততম সময় পার করবে। ১৫ ডিসেম্বর বিপিএল শেষ হওয়ার পর জাতীয় দলের ক্রিকেটারেরা বিশ্রামে আছেন।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ