বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট খেলার জন্য চট্টগ্রাম এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। টাইগার বাহিনী শুক্রবার বিকেলে বৃষ্টি মাথায় চট্টগ্রাম পা রাখল ২০০৬-এর প্রতিশোধের লক্ষ্য নিয়ে। ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া চট্টগ্রাম টেস্ট জিতলেই কাজটি সম্পন্ন হবে। পুলিশ, র্যাব ও সোয়াতের কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে টাইগাররা হোটেল র্যাডিসনে পৌঁছায়। পেছনের গাড়িতে ছিল অস্ট্রেলিয়া। ক্রিকেটারেরা যখন চট্টগ্রাম পৌঁছেন, তখন দুই পশলা বৃষ্টি হয়েছে।
তবে পুরো দল আসেনি চট্টগ্রামে। মুস্তাফিজ, নাসির, সৌম্য, সাব্বির, মমিনুলসহ ৬ জন আজ চট্টগ্রাম আসেন। বাড়িতে ঈদ করে আসবেন মুশফিক, সাকিব। তামিম ইকবালের রাতে আসার কথা রয়েছে। তবে তামিম এলেও থাকবেন তাদের কাজীর দেউড়ির খান বাড়িতে। বিখ্যাত খান বাড়িতে কাল ঈদের দাওয়াত খাওয়ারও কথা রয়েছে দলের অন্য সদস্যদের।তবে বিষয়টি তামিম চট্টগ্রাম পৌঁছালে নিশ্চিত হবে বলে জানালেন তামিমের মা নুসরাত ইকবাল খান। তিনি বললেন, ‘তামিম রাতে আসবে। তখন সিদ্ধান্ত হবে ক্রিকেটারেরা কখন আসবে। দেখা যাক।’
পুলিশ লাইন মসজিদে ঈদের নামাজ পড়বেন ক্রিকেটারেরা। এরপর বিকেলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২ দল অনুশীলন করবে। শুধু বৃষ্টি না থাকলেই হলো।