প্রস্তুতি ক্যাম্পে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনিতে আছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখান থেকে ১৮ ডিসেম্বর দল যাবে নিউ জিল্যান্ড সফরে। ক্রিকেট দলকে কাছে পেয়ে অস্ট্রেলিয়া প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে বিপুল উত্তেজনা ও উদ্দীপনা।
বুধবার সিডনির অবার্নের বিখ্যাত নিউ স্টার কাবাব শপে, রাতের খাবার সারেন টাইগার অধিনায়ক মাশরাফি। সাথে ছিলেন, মাহমুদুল্লাহ, শুভাগত আর সোহান।
দুটি গাড়িতে করে সিডনি সময় আনুমানিক সোয়া ৯টায় পরিচিতজনদের সাথে অবার্ন আসেন তারা। মুখরোচক কাবাব, পিৎজা আর চিকেনের স্বাদে উদরপূর্তি সবার।
তারা সেখানে ঘণ্টাখানেক ছিলেন। এরই মধ্যে সেখানে উপস্থিত ভক্তরা তুলে ফেলেন টাইগারদের সঙ্গে সেলফি। ছড়িয়ে যায় ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে।
প্রবাসী বন্ধুদের সাথে শপিং করেই বিকেল থেকে সন্ধ্যা গড়ায় পেসার রাব্বির। বিকেলটা ঘুরেই কাটান পেসার তাসকিন। ফেইসবুক পেইজে লাইভ দিয়ে, আপডেটও জানান তিনি।
বাংলাদেশি অধ্যুষিত এলাকা ল্যাকেম্বায় এসে দেশিয় খাবারের স্বাদ নিয়েছেন অনেকেই। সিডনির গ্লেনফিল্ড সিডন পার্কের রেলওয়ে প্যারেডে এলাকা বাংলাদেশি প্রবাসীদের আড্ডাখানা। এরইমধ্যে মোসাদ্দেক আর রাব্বি বেশ ক’দিনই সময় দিয়েছেন রেলওয়ে প্যারেডের দেশিয় আমেজে।
বেশ উৎফুল্ল বাংলাদেশি রেস্তোরাঁ 'খুশবু'র কর্তাব্যক্তিরা। প্রায় সময়ই টাইগারদের খাবার যাচ্ছে খুশবু থেকে। সিডনির ‘হাজির বিরিয়ানি’-তেও উপস্থিত ঢুঁ দিচ্ছেন টাইগারদের কেউ কেউ। সিডনি জুড়ে বিখ্যাত বাবুর্চি সেতু ভাইয়ের কাচ্চি বিরিয়ানি যে এখানেই পাওয়া যায়!
শহর থেকে বেশ খানিকটা দূরে, বকহ্যাম হিলসের আদিনা নরওয়েস্ট হোটেলে অবস্থান করছে বাংলাদেশ দল। বৃষ্টিস্নাত বৃহস্পতিবার ছিল না কোন ক্লোজডোর অনুশীলন। দুপুর নাগাদ টিম মিটিং শেষে সবাই বেরিয়ে পড়েন ভিন্ন ভিন্ন গন্তব্যে। সময়টাকে নিজের করে কাটাতে। কেউ স্বজনের সাথে আবার কেউ বন্ধুর সাথে, গাড়ি হাকিয়ে ছুটে চলেন শহর পানে, শপিং মলে। অনেকেই আবার সুইমিং পুলে ভিজিয়ে দেন সময়টাকে।
নিউজিল্যান্ড সিরিজের আগে, শুক্রবারই দ্বিতীয় প্রস্ততি ম্যাচে সিডনি থান্ডার্সের মুখোমুখি বিসিবি একাদশ। তবে, মাশরাফির আক্ষেপটা বুঝি থেকেই যাচ্ছে। কেননা, আবহাওয়ার পূর্বাভাস বলছে, কাল সারাদিন অঝোরে কাঁদবে আকাশ।
তারপরও মাঠে থেকে টাইগারদের উৎসাহ যোগাতে এখনও টিকেট কাটছেন সিডনি প্রবাসী বাংলাদেশিরা।