যে কোনো মূল্যে মুস্তাফিজকে দলে চাই: শাহরুখ, ইন্টারনেটে ঝড়!

আবেগকে অবশ্য ছোট করে দেখার কোনো সুযোগ নেই। জাতীয় দলের নতুন সেনসেসন মুস্তাফিজুর রহমানকে নিয়ে আবেগের শেষ নেই ক্রিকেটপ্রেমীদের। তাকে নিয়ে বাড়তি আগ্রহ শুধু বাংলাদেশের মানুষেরই নয় বিশ্বের অনেকেরই।

কয়েকদিন আগে আইপিএলের নিলামে বিষয়টি স্পষ্ট হয় যে এবারও বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন আইপিএলের নিলাম তালিকায়। এবারের আইপিএলেও বড় একটি নামই হতে যাচ্ছেন মুস্তাফিজ। 

এমন নিউজ প্রচারের পরে ইন্টারনেটে তাকে নিয়ে নানা প্রচারের শেষ নেই। এখন তাকে একটি প্রচারনা চলছে যে, যে কোনো মূল্যে মুস্তাফিজকে দলে চাই: শাহরুখ। অর্থাৎ শাহরুখ খান যে কোনো মূল্যে মুস্তাফিজকে দলে নিতে চান।

শাহরুখ হয়তো মুস্তাফিজকে দলে বেড়াতে চাইতেও পারেন। তবে এই প্রচারনা চালাচ্ছে মুস্তাফিজের অনেক ভক্ত। বিভিন্ন ফ্যানি পেইজ থেকে এই ধরনের পোষ্ট দেয়া হচ্ছে। ফেসবুকে অনেকে অনেক ফ্যান করে থাকেন।

কিন্তু এই ফ্যান যাতে মানুষকে বিভ্রান্ত না করে সে জন্যই এই নিউজ। এই বিষয়টি ফেসবুকে ভাইরালের মত ছড়িয়ে পড়ে ঝড়ের সৃষ্টি করছে। অবশ্য ২০১৬ আইপিএল আসর শুরুর আগে মুস্তাফিজকে নিয়ে আগ্রহে দেখিয়ে ছিলেন শাহরুখ।

তবে এবার এখন পর্যন্ত এ বিষয়ে শাহরুখ কিছু বলেননি। ফ্যান পেইজেও কোনো পোষ্ট দেননি। বাড়তি কৌতূহলের কারণেই কেবল ইন্টারনেটে ঝড় বইছে।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ