সিডনি সিক্সর্স ও থান্ডার শেষ করে ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। এরই মধ্যে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড দল।
এছাড়া ভারত সিরিজে দল থেকে বাদ পড়া উইকেট কিপার ব্যাটসম্যান লুক রঙ্কি ওয়ানডে দলে ফিরেছেন। বাদ পড়েছেন অস্ট্রেলিয়া সিরিজে খেলা বিজে ওয়াটলিং।
বাংলাদেশ দল নিউজিল্যান্ডে তিনটি ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবেন। সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে মুশফিকরা।সিরিজের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রস্তুতি ক্যাম্পে অংশ নিয়েছে টাইগাররা।
১০ দিনের ক্যাম্পে দুটি প্রস্তুতি ম্যাচও পাচ্ছে বাংলাদেশ। তারপর ২৬ নভেম্বর ক্রাইস্টচার্চের চেস্টার লি স্ট্রিটে প্রথম ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে সিরিজ মাঠে গড়াবে।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দলঃ কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, নেইল ব্রুম, লকি ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো, জেমস নিশাম, লুক রঙ্কি, মিচেল সেন্টনার, টিম সাউদি।