নিউজিল্যান্ড সফরের জন্য নাসির, নাফিস ও মারুফকে বাংলাদেশ দলে নেয়া হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
চট্টগ্রামে বিপিএলের দ্বিতীয় পর্বের খেলা চলাকালীন সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ দলে এ পরিবর্তন আনার ইঙ্গিত দেন বিসিবি সভাপতি। চলমান বিপিএলে নাসির, নাফিস ও মারুফের পারফর্ম্যান্স টিম ম্যানেজমেন্টকে নতুন করে ভাবতে বাধ্য করছে বলে জানান তিনি।
এ পর্যন্ত বিপিএলে ২০৩ রান নিয়ে সবার আগে রয়েছেন ঢাকা ডায়নামাইটসের ওপেনার মেহেদী মারুফ। দ্বিতীয় পজিশনে আছেন বরিশাল বুলসের শাহরিয়ার নাফিস। তার সংগ্রহ ১৮৪ রান। এছাড়া নাসির হোসেন বল ও ব্যাট হাতে এখন পর্যন্ত বেশ উজ্জ্বল।
আগামী ২৬ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। ওই সফরের জন্য ইতোমধ্যেই ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত ২২ সদস্যের প্রাথমিক দলে ঠাঁই হয়নি নাসির ও শাহরিয়ার নাফিসের। বিসিবি সভাপতির মন্তব্যের পর সেই দলে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেলো।