শুক্রবার ভোরে মাঠে নামবে আর্জেন্টিনা-ব্রাজিল


স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আগামী ১১ নভেম্বর বাংলাদেশ সময় অনুযায়ী শুক্রবার ভোরের মাঠে নামবে আর্জেন্টিনা- ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর পৌনে ৬টায় মুখোমুখি হচ্ছে লাতিন আমেরিকার দুই পাওয়ার হাউজ।
ইতোমধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। আর ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা।

নিজেদের মাঠে আগের ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে যাওয়া আর্জেন্টিনার জন্য আগামী নভেম্বরে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দুটি অনেক গুরুত্বপূর্ণ। কোণঠাসা হয়ে থাকা আর্জেন্টিনাকে নিয়ে তাই চিন্তাটা বেশি ব্রাজিল কোচের।

ব্রাজিল কোচ বলেন, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের চিন্তায় আমি ঘুমাতে পারছি না। তাদের বিপক্ষে এটি একটি চ্যাম্পিয়নশিপ ম্যাচ। এমনকি ম্যাচটির বাড়তি গুরুত্ব রয়েছে কেননা, এটি একটি ক্লাসিকো। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো, দলের বর্তমান পারফরম্যান্স আরও জোরদার করা।

এদিকে দুঙ্গার বিদায়ের পর তিতের অধীনে খেলা ব্রাজিল চার ম্যাচের সবগুলো জিতেছে। নতুন কোচের হাত ধরে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ষষ্ঠ স্থান থেকে শীর্ষে উঠে এসেছে। তবে শিষ্যদের আর্জেন্টিনা ম্যাচ নিয়ে সতর্ক করে দিচ্ছেন নতুন এই কোচ।

উল্লেখ্য, বিশ্বকাপে দুই দলের লড়াইয়ের পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষে। চার ম্যাচের দুটিতে জয়ী ব্রাজিল, আর্জেন্টিনার জয় একটি, অন্য ম্যাচটি ড্র।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ