শুক্রবার মাঠে নামছে ব্রাজিল - আর্জেন্টিনা


বিশ্বকাপ বাছাইপর্বের হাইভোল্টেজ ম্যাচে নেইমারের ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা।
ব্রাজিলের হরিজন্তেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার ভোর পৌনে ৬টায়।

এখন পর্যন্ত ১০ খেলায় ২১ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। গেলো চার ম্যাচেই জয় তুলে নিয়েছে সেলেসাওরা।
এদিকে স্বাগতিক হওয়াতেও মানসিকভাবে বেশ এগিয়ে তিতের দল।
অন্যদিকে, সময়টা ভালো যাচ্ছে না আর্জেন্টিনার জন্য। শেষ তিন ম্যাচেই পয়েন্ট হারিয়েছে তারা। ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের ষষ্ঠ স্থানে। তাই বাছাই পর্ব পার হতে না পরার শঙ্কা নিয়েই মাঠে নামবে কোচ এদগার্দো বাউজার দল। তবে মেসি ফেরায় কিছুটা স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা দলে।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ চার দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপে। পঞ্চম দলটিকে ওশেনিয়া অঞ্চলের সেরা দলের সঙ্গে খেলতে হবে প্লে-অফ ম্যাচ।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ