ইংল্যান্ড দলের সিমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগান অনেকটা নিশ্চিত করেই ফেলছেন যে তিনি বাংলাদেশ সফরে আসছেন না। তার পরিবর্তে জস বাটলার দলের অধিনায়কত্ব পালন করবেন। এবার মরগানের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের সিমিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
২০১৩ সালের শেষের দিকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলেছিলেন ইয়ন মরগান। সে সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো ছিলো না। কিন্তু তার পরেও নিউজিল্যান্ড ক্রিকেট দল পুর্ণাঙ্গ সিরিজ খেলেছে। মরগান দেশের রাজনৈতিক অবস্থায় ভীত ছিলেন।
এবছরের জুলাই মাসের প্রথম সপ্তাহে গুলশান ও শোলাকিয়ায় দুইটি সন্ত্রাসী হামলা ঘটে। গুলশান হামলার পর ইংলিশ অধিনায়ক সাফ জানিয়েছিলেন যে তিনি নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চান। ইংল্যান্ড আ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড দলের খেলোয়াড়দের সিদ্ধান্ত নিতে স্বাধীনতা দিয়েছে। এখন পর্যন্ত মরগান ও এলেক্স হেলস ছাড়া বাকি সবাই বাংলাদেশ সফর করতে ইচ্ছুক।
মরগানের সিদ্ধান্ত সম্পর্কে দৈনিক প্রথম আলোকে মাশরাফি বিন মর্তুজা জানান, “এটা একদমই তার নিজস্ব সিদ্ধান্ত। আমরা জানি না তিনি (মরগান) কী কারণে আসতে চাচ্ছেন না। হয়তো পরিবার থেকে বাধা দিচ্ছে। এসব ক্ষেত্রে যে কারও নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আর যারা আসবে তারাও নিশ্চয়ই বুঝেশুনেই আসবে।”
“সবচেয়ে বড় কথা হলো, ইসিবি বাংলাদেশে দল পাঠাতে রাজি হয়েছে এবং ইংল্যান্ড দল আমাদের এখানে খেলতে আসবে। আমাদের এখান থেকে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। ইসিবিও এখানে খেলাটা নিরাপদ মনে করছে। এখন তারাই ভালো বুঝবে কাদের পাঠাবে আর কাদের পাঠাবে না,” মাশরাফি আরও জানান।
৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখার কথা রয়েছে ইংল্যান্ড দলের। সফরে ৩ ওয়ানডে ও ২ টেস্ট খেলবে ইংলিশরা। ৭ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড।