টি-টোয়েন্টিতে বাংলাদেশীদের মধ্যে শীর্ষে সাব্বির ও সাকিব


ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সদ্য প্রকাশ করেছে টি-টোয়েন্টি র‍্যাংকিং। আর সর্বশেষ প্রকাশিত এই র‍্যাংকিং এ ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে আছেন ভারতের ভিরাট কোহলি। অন্যদিকে বোলারদের মধ্যে শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার স্যামুয়েল বাদ্রি। এদিকে অল-রাউন্ডার তালিকার শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান।

ব্যাটসম্যানদের মধ্যে ৮২০ পয়েন্ট নিয়ে কোহলি আছেন সবার উপরে। তবে এরপরের দুইজনই অস্ট্রেলিয়ার ক্রিকেটার; অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েল। ৭৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন ফিঞ্চ ও ৭৬৩ পয়েন্ট নিয়ে তিন নাম্বারের আছেন হার্ডহিটার ব্যাটসম্যান ম্যাক্সওয়েল। এরপর ৭৫৪ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের তালিকায় চার নম্বরে আছেন নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিল আর ৭৪১ পয়েন্ট নিয়ে সেরা পাঁচে দক্ষিন আফ্রিকান টি-টোয়েন্টি অধিনায়ক ফাফ ডু প্লেসিস।




আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিং এর সেরা ১০ ব্যাটসম্যান-

১। ভিরাট কোহলি (ভারত)
২। অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)
৩। গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
৪। মার্টিন গাপটিল (নিউ জিল্যান্ড)
৫। ফাফ ডু প্লেসিস (দক্ষিন আফ্রিকা)
৬। কেন উইলিয়ামসন (নিউ জিল্যান্ড)
৭। জো রুট (ইংল্যান্ড)
৮। অ্যালেক্স হেলস (ইংল্যান্ড)
৯। মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান)
১০। ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)

সেরা দশে কোনো বাংলাদেশী ক্রিকেটার না থাকলেও সেরা ১৫ এর মাঝে আছেন একজন। বাংলাদেশীদের পক্ষে সবার উপরে সাব্বির আহমেদ আছেন ১৪ নাম্বারে। সাব্বিরের পয়েন্ট ৬৩২। এছাড়া সাকিব আল হাসান (২৬), তামিম ইকবাল (৩৬), মাহমুদুল্লাহ রিয়াদ (৬২), মুশফিকুর রহিম (৭৪), এনামুল হক বিজয় (৮৫) ও সৌম্য সরকার (৯৪) আছেন সেরা ১০০ তে।

বোলারদের মধ্যে ৭৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে স্যামুয়েল বাদ্রি। তার একদম কাছেই আছেন দক্ষিন আফ্রিকার ইমরান তাহির। ৭৪০ পয়েন্ট নিয়ে তিনি আছেন দুই নাম্বারে। ভারতের জাস্প্রিত বুমরাহ আছেন ৭৩৫ পয়েন্ট নিয়ে তিন নাম্বারে। চার ও পাঁচে আছেন রবিচন্দ্র অশ্বিন (৬৮৪) ও জেমস ফকনার (৬৭২)।





আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিং এর সেরা ১০ বোলার- 

১। স্যামুয়েল বাদ্রি (ওয়েস্ট ইন্ডিজ)
২। ইমরান তাহির (দক্ষিন আফ্রিকা)
৩। জাস্প্রিত বুমরাহ (ভারত)
৪। রবিচন্দ্র অশ্বিন (ভারত)
৫। জেমস ফকনার (অস্ট্রেলিয়া)
৬। কাইল অ্যাবোট (দক্ষিন আফ্রিকা)
৭। সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)
৮। শহীদ আফ্রিদী (পাকিস্তান)
৯। এডাম মিলনে (নিউ জিল্যান্ড)
১০। মোহাম্মদ নবী (আফগানিস্তান)

ব্যাটসম্যানের মতো বোলারদের র‍্যাংকিং এ শীর্ষে দশে কোনো বাংলাদেশী ক্রিকেটার নাই। তবে সেরা ১৫ তে আছেন দুই জন। সাকিব আল হাসান ৬৭২ পয়েন্ট নিয়ে ১৪ তম ও ৬৩৩ পয়েন্ট নিয়ে ১৫ তম আল-আমিন হোসেন। এছাড়া মুস্তাফিজুর রহমান (১৮), মাশরাফি বিন মর্তুজা (৪১), তাসকিন আহমেদ (৬৭), মাহমুদুল্লাহ (৭১) শীর্ষে ১০০ তে আছেন। 

এদিকে টি-টোয়েন্টি অল-রাউন্ডারের শীর্ষস্থান হারিয়েছেন বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান। শ্রীলংকার বিপক্ষে অসাধারণ পারফর্ম করে শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েল। ৩৮৮ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন এই ক্রিকেটার। দ্বিতীয় অবস্থানে থাকা সাকিবের পয়েন্ট ৩৪৬। তৃতীয় অবস্থানে আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদী, তাঁর পয়েন্ট ৩১৯।




আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিং এর সেরা ১০ অল-রাউন্ডার-
১। গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
২। সাকিব আল হাসান (বাংলাদেশ)
৩। শহীদ আফ্রিদী (পাকিস্তান)
৪। মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ)
৫। মোহাম্মদ নবী (আফগানিস্তান)
৬। ডিজে ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ)
৭। জেপি ডুমিনি (সাউথ আফ্রিকা)
৮। অ্যাঞ্জেলা ম্যাথুউস (শ্রীলংকা)
৯। পিটার বোরেন (নেদারল্যান্ডস)

১০। সামিউল্লাহ শেনওয়ারী (আফগানিস্তান)

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ