জাতীয় দলে আর ফিরবেন না মেসি



জাতীয় দলে আর কখনো ফিরবেননা মেসি, জানিয়েছে তার পরিবার। দুটি প্রীতি ম্যাচ খেলতে সাবেক এই আর্জেন্টাইন এখন লন্ডনে আছেন। আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের সভাপতি তাদের সেরা খেলোয়াড় কে দলে ফেরাতে আবারো জোড় তৎপরতা চালিয়েছে। তার পাশাপাশি দেশটির সরকার তাদের জাতীয় এই তারকাকে ফেরাতে উঠেপড়ে লেগেছে। এতেও মন গলছেনা মেসির। কোপা আমেরিকার ফাইনালে হারের পর অবসরের ঘোষনা দেওয়া মেসি আর মুখই খুলছেন না । তবে তার পরিবারের সদস্যদের কথাবার্তায় পরিষ্কার তাকে আর দেখা যাবেনা আকাশী নীল জার্সিতে। তারা বলেন সে আর এখন জাতীয় দলের কেউ নয়। এদিকে দেশটির ফুটবল গভর্নিং বডি জাতীয় দলের কোচ নিয়োগে মেসির সহযোগিতা চাচ্ছে। তারা চায় মেসির পছন্দের ব্যাক্তিকেই তারা কোচ বানাতে। আগামী ১ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হওয়ার আগেই তারা মেসিকে ফেরানো ও কোচ নিয়োগের কাজ সারতে চায়। আপাতত প্রথমটির কোন সম্ভাবনা দেখা না গেলেও কোচ নিয়োগ যে আগামী মাসেই হচ্ছে তা নিশ্চিত। ইউরোপা কাপ জেতা স্পেনিশ ক্লাব সেভিয়ার দায়িত্ব নেওয়া চিলির সাবেক কোচ সাম্পাওলীকে নিয়োগ দিতে আগামী সপ্তাহে স্পেন যাচ্ছেন এফএর সভাপতি। সুত্র গোল

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ