ভেন্যু হিসেবে এবারো উপেক্ষিত সিলেট স্টেডিয়াম। এ নিয়ে হতাশ সিলেটবাসী। কোটি টাকা ব্যয়ে নির্মান করা হয়েছে সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়াম। তবে সেটি যেনো শোপিসই। জাতীয় দলের খেলাত দূরের কথা না ঠেকলে কোন খেলাই সিলেটে দিচ্ছে না ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের জাতীয় দলের খেলা দেওয়া হচ্ছে না, এবার হবে না বিপিএলের খেলাও। অথচ বিসিবি পূর্বেই ঘোষণা দিয়ে ছিলো সিলেটে বিপিএল আয়োজনের। এবার কাজের অজুহাতে সেটিও হচ্ছে না।
ভেন্যু সংকটের কারণে ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপের কয়েকটি ম্যাচ দেওয়া হয়ে ছিলো। তবে তা মূল পর্বের নয়, বাছাই পর্বের।
ঠিক একই কারণে চলতি বছর যুব বিশ্বকাপের ভেন্যু করা হয় সিলেটের দু’টি মাঠকে। আধুনিক সুযোগ-সুবিধা থাকার পরও সিলেটের দু’টি মাঠে দেওয়া হয়ে ছিলো যুব যুব বিশ্বকাপের মাত্র ৫ টি ম্যাচ। তাও নিম্নসারির দলগুলোর। অথচ কোন ধরনের অবকাঠামো ছাড়াই কক্সবাজার স্টেডিয়ামে দেওয়া হয় সর্বাধিক সংখ্যক প্রায় ১৭ টির মত ম্যাচ।
এবার বিপিএলের আশা জাগিয়েও তা হচ্ছে না সিলেটে। সিলেট ক্রিকেট স্টেডিয়ামের দ্বি-তল গ্যালারী নির্মাণ কাজ চলায় বিপিএলের ভেন্যুর তালিকায় নেই সিলেট। অথচ সিলেটের ক্রিকেট প্রেমীদের দাবি গ্যালারী গুরুত্বপূর্ণ নয়।
তাদের দাবি গ্যালারীর কাজ বিপিএলের পরেও চাইলে করা যেতো পারতো। দীর্ঘ কয়েক বছর থেকে অপেক্ষায় থাকার পরও জাতীয় দলের ম্যাচ বা বিপিএলের ম্যাচ না হওয়ায় মনোক্ষুণ সিলেটবাসী।
তাদের দাবী আগেও স্টেডিয়ামের কাজের অজুহাতে গতবার বিপিএলের ভেন্যু করা হয়নি। তখন মাঠের কাজ করা হয়ে ছিলো। সেই সময় কেনো গ্যালারীর কাজ করা হয়নি। এবার বিপিএল আয়োজন না করে তা হবে কেন? ক্রিকেট প্রেমীদের দাবি- সংশ্লিষ্টরা চাইলে বিপিএলের পর গ্যালারীর নির্মাণ কাজ করা যেতো।
ক্রিকেট প্রেমী মো. জাকির বলেন, প্রতিবারই নানা অজুহাতে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে কেন? এই কাজ কেনো বিপিএলের পর করা হলো না?
ক্রিকেট ভক্ত ব্যবসায়ী আবদুল কাদির বলেন, আমরা সাধারণ ক্রিকেট প্রেমী। সিলেটের মাঠে খেলা চাই। কাজ কাজ বলে এটাকে শোপিস বানিয়ে রাখলে আমাদের লাভ কি?
বাংলাদেশের জাতীয় দলের খেলা দেওয়া হচ্ছে না, এবার হবে না বিপিএলের খেলাও। অথচ বিসিবি পূর্বেই ঘোষণা দিয়ে ছিলো সিলেটে বিপিএল আয়োজনের। এবার কাজের অজুহাতে সেটিও হচ্ছে না।
ভেন্যু সংকটের কারণে ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপের কয়েকটি ম্যাচ দেওয়া হয়ে ছিলো। তবে তা মূল পর্বের নয়, বাছাই পর্বের।
ঠিক একই কারণে চলতি বছর যুব বিশ্বকাপের ভেন্যু করা হয় সিলেটের দু’টি মাঠকে। আধুনিক সুযোগ-সুবিধা থাকার পরও সিলেটের দু’টি মাঠে দেওয়া হয়ে ছিলো যুব যুব বিশ্বকাপের মাত্র ৫ টি ম্যাচ। তাও নিম্নসারির দলগুলোর। অথচ কোন ধরনের অবকাঠামো ছাড়াই কক্সবাজার স্টেডিয়ামে দেওয়া হয় সর্বাধিক সংখ্যক প্রায় ১৭ টির মত ম্যাচ।
এবার বিপিএলের আশা জাগিয়েও তা হচ্ছে না সিলেটে। সিলেট ক্রিকেট স্টেডিয়ামের দ্বি-তল গ্যালারী নির্মাণ কাজ চলায় বিপিএলের ভেন্যুর তালিকায় নেই সিলেট। অথচ সিলেটের ক্রিকেট প্রেমীদের দাবি গ্যালারী গুরুত্বপূর্ণ নয়।
তাদের দাবি গ্যালারীর কাজ বিপিএলের পরেও চাইলে করা যেতো পারতো। দীর্ঘ কয়েক বছর থেকে অপেক্ষায় থাকার পরও জাতীয় দলের ম্যাচ বা বিপিএলের ম্যাচ না হওয়ায় মনোক্ষুণ সিলেটবাসী।
তাদের দাবী আগেও স্টেডিয়ামের কাজের অজুহাতে গতবার বিপিএলের ভেন্যু করা হয়নি। তখন মাঠের কাজ করা হয়ে ছিলো। সেই সময় কেনো গ্যালারীর কাজ করা হয়নি। এবার বিপিএল আয়োজন না করে তা হবে কেন? ক্রিকেট প্রেমীদের দাবি- সংশ্লিষ্টরা চাইলে বিপিএলের পর গ্যালারীর নির্মাণ কাজ করা যেতো।
ক্রিকেট প্রেমী মো. জাকির বলেন, প্রতিবারই নানা অজুহাতে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে কেন? এই কাজ কেনো বিপিএলের পর করা হলো না?
ক্রিকেট ভক্ত ব্যবসায়ী আবদুল কাদির বলেন, আমরা সাধারণ ক্রিকেট প্রেমী। সিলেটের মাঠে খেলা চাই। কাজ কাজ বলে এটাকে শোপিস বানিয়ে রাখলে আমাদের লাভ কি?