অবহেলিত জুবায়েরের ৬ উইকেটে বিধ্বস্ত মাশরাফিরা

বয়স মাত্র ২০। লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনকে জাতীয় দলের সিনিয়ররাও বলেন বাংলাদেশের ভবিষ্যৎ। এর মধ্যে টেস্ট খেলেছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচেও অভিষেক হয়ে গেছে। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত হতে পারেননি। এমনকি গেলোবার দলে থেকেও ঢাকা প্রিমিয়ার লিগে খেলা হয়নি একটিও ম্যাচ। এবার আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন লিগের আগেই তাকে খেলানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর লিগের প্রথম ম্যাচেই এই লেগি ৬ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিলেন মাশরাফি বিন মুর্তজার কলাবাগান ক্রীড়া চক্রের ইনিংস। ৯.১ ওভারে ৩৪ রানে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন জুবায়ের। আর কলাবাগানের ইনিংস ৩৩.১ ওভারে গুটিয়ে গেছে ১৪০ রানেই।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে মাশরাফির দল। ৩৭ রানে ২ উইকেট হারালেও হ্যামিল্টন মাসাকাদজা ও তাসামুল হকের ব্যাটে প্রতিরোধ গড়েছিল। কিন্তু কলাবাগানের ইনিংসের সর্বোচ্চ সংগ্রাহক মাসাকাদজাকে (৪১) বোল্ড করে শিকার শুরু করেন জুবায়ের। পরের ওভারে মেহরাব হোসেন জুনিয়রও (১০) তার শিকার। এবং তার পরের ওভারে জুবায়ের বোল্ড করেন শরিফুল্লাকেও (০)। প্রথম তিন ওভারে ৩ উইকেট জুবায়েরের। ৯২ রানে ৫ উইকেট হারানো দল কলাবাগান।


চতুর্থ ওভারে উইকেট না পেলেও পঞ্চম ওভারে আবার আঘাত হানেন জুবায়ের। এবার তানভির হায়দারের (৭) ক্যাচ নেন অধিনায়ক তামিম ইকবাল। আব্দুর রাজ্জাক লিস্ট এ ক্রিকেটে প্রথম ৫ উইকেট শিকারে জুবায়েরের পঞ্চম শিকার। এরপর নিহাদুজ্জামানকে (৮) বোল্ড করে কলাবাগানের ইনিংস শেষ করে দেন জুবায়ের। বাঁ হাতি স্পিনার সাকলাইন সজীব ২টি ও দুই পেসার তাসকিন আহমেদ ও আবুল বাশার ১টি করে উইকেট নিয়েছেন।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ