আইপিএলে এই প্রথম মেডেন ওভার পেলেন মুস্তাফিজ!

স্পোর্টস ডেস্ক : আইপিএলে অভিষেকের নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য সকলের কাছেই প্রশংসিত হচ্ছেন সানররাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। আজ কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে টসের জিতে ফিল্ডিং করছে হায়দরাবাদ।

ইনিংসের ৭ম ওভারে মুস্তাফিজের হাতে বল দেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এই ওভারে মুস্তাফিজের ৬টি বল থেকে কোনো রানই নিতে পারেন নি পাঞ্জাবের মানান ভোহরা।


বিরাট কোহলি-এবি ডি ভিলিয়ার্স-শেন ওয়াটসন-আন্দ্রে রাসেল-হার্দিক পান্ড-ম্যাককালাম- সুরেশ রায়না মতো আজো মুস্তাফিজের কাছে পরাস্ত হয়েছেন মানান ভোহরা। অর্থাৎ আইপিএলো এই প্রথম মেডেন ওভার পেলেন বাংলাদেশে এই কাটার মাস্টার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে ৬৩ রান করেছে কিংস ইলেভেন পাঞ্জাব।


আইপিএলে এ পর্যন্ত ৫টি উইকেট পেযেছেন মুস্তাফিজ। তবে কম রান দেয়ার তালিকাতে তিনি রয়েছেন শীর্ষে।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ