অলিম্পিকে ব্রাজিলের গ্রুপে ডেনমার্ক, ইরাক, দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: অলিম্পিক ফুটবলে সোনা প্রত্যাশী ব্রাজিলের গ্রুপে পড়েছে ডেনমার্ক, দক্ষিণ আফ্রিকা ও ইরাক।

রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে বৃহস্পতিবার ২০১৬ অলিম্পিক ফুটবলের ড্র হয়। আগামী ২০ অগাস্ট ব্রাজিলের বিখ্যাত এই স্টেডিয়ামেই হবে প্রতিযোগিতার ফাইনাল।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল অলিম্পিকে কখনও সোনার পদক জেতেনি। সেরা সাফল্য ১৯৮৪, ১৯৮৮ ও ২০১২ সালে রূপার পদক জয়।

আগামী ৪ অগাস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্বাগতিকদের অলিম্পিক অভিযান। একই দিন এই ‘এ’ গ্রুপের ইরাক-ডেনমার্ক ম্যাচ দিয়ে শুরু হবে প্রতিযোগিতা।

২০০৪ ও ২০০৮ সালের সোনা জয়ী আর্জেন্টিনার ‘ডি’ গ্রুপে পড়েছে পর্তুগাল, হন্ডুরাস ও আলজেরিয়া।

‘বি’ গ্রুপে আটালান্টা ১৯৯৬ অলিম্পিকের সোনা জয়ী নাজেরিয়ার সঙ্গে আছে সুইডেন, কলম্বিয়া ও জাপান।

গত অলিম্পিকের চ্যাম্পিয়ন মেক্সিকো আর ব্রোঞ্জ পদক জয়ী দক্ষিণ কোরিয়া পড়েছে এক গ্রুপে। ‘সি’ গ্রুপে তাদের সঙ্গে আছে জার্মানি ও ফিজি।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ