স্পোর্টস ডেস্ক : সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আজ আইপিএলে অভিষেক হয়েছে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে হায়দ্রাবাদের হয়ে খেলেন তিনি।
হায়াদরাবাদের বোলারদের মধ্যে মইসেস হেনরিকস ২৪ বলে ৪১ রান দিয়েছেন। কারান শর্মা ২৪ বলে ৫৭ রান দিয়েছেন। আশিস রেড্ডি ১১ বলে ২৫ রান দিয়েছেন। আশিস নেহরা ২ ওভার
১ বল করে ২১ রান দিয়েছেন। ভুবনেশ্বর কুমার ২৪ বলে ৫৫ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন।
হায়াদরাবাদের বোলারদের মধ্যে মইসেস হেনরিকস ২৪ বলে ৪১ রান দিয়েছেন। কারান শর্মা ২৪ বলে ৫৭ রান দিয়েছেন। আশিস রেড্ডি ১১ বলে ২৫ রান দিয়েছেন। আশিস নেহরা ২ ওভার
১ বল করে ২১ রান দিয়েছেন। ভুবনেশ্বর কুমার ২৪ বলে ৫৫ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন।
কোহলি-ভিলিয়ার্স-ওয়াটসনদের বিপক্ষে টাইগার মুস্তাফিজুর রহমান ২৪ বলে মাত্র ২৬ রান দিয়ে পেয়েছেন ২ টি উইকেট। তাও আবার এবিডি ভিলিয়ার্স ও শেন ওয়াটসনের উইকেট। ২৪ বলের ১১ টি ডট বল। ব্যাটসম্যানরা তার বল থেকে মাত্র ১ টি ছক্কার মার ও ১ টি চারের মারতে পেরেছেন।
তার এই পারফর্ম্যান্সের প্রশংসায় মত্ত ভারতীয় শীর্ষ স্থানীয় সংবাদ-মাধ্যমগুলো। আনন্দবাজার পত্রিকাটি ‘আইপিএল অভিষেকেই জোড়া উইকেট মুস্তাফিজুরের’ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশ করেছেন।
এদিকে অপর একটি শীর্ষ স্থানীয় পত্রিকা জি-নিউজে সংবাদ প্রকাশ করেছে ‘এবিডি, বিরাট, সরফরাজ ঝড়, হায়দরাবাদের একা কুম্ভ মুস্তাফিজুর’ শীর্ষক শিরোনামে।
এদিকে অপর একটি শীর্ষ স্থানীয় পত্রিকা জি-নিউজে সংবাদ প্রকাশ করেছে ‘এবিডি, বিরাট, সরফরাজ ঝড়, হায়দরাবাদের একা কুম্ভ মুস্তাফিজুর’ শীর্ষক শিরোনামে।