স্পোর্টস ডেস্ক: এলেন, দেখলেন, জয় করলেন। বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমানের সঙ্গে উক্তিটি ষোলআনাই মিলে যায়। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার দিন থেকে এখন অব্দি মুস্তাফিজ বিশ্ব ক্রিকেটের এক বোলিং বিস্ময় হয়ে রয়েছেন।
হালকা-লিকলিকে দৈহিক গড়নের ছেলেটির কাটারের (এক বিশেষ ধরনের বোলিং) আঘাতে নাস্তানাবুদ হতে হয়েছে (এবং হচ্ছে) বিশ্বসেরা ব্যাটসম্যানদেরও। তাই আন্তর্জাতিক ক্রিকেটে বছর ঘুরতে না ঘুরতেই মুস্তাফিজ রীতিমতো এক উজ্জ্বল তারকায় পরিণত হয়েছেন। খুব অল্পদিনেই ঝুলি ভর্তি উইকেটের পাশাপাশি এক গাদা রেকর্ডের মালিকও হয়েছেন এই তরুণ পেসার। সঙ্গে অসংখ্য ম্যাচসেরার পুরস্কারের পাশাপাশি জয় করে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পদকও। সেই মুস্তাফিজের সামনে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চ্যালেঞ্জ। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এবারের আইপিএলে খেলবেন তিনি। আইপিএলে অংশ নিতে বর্তমানে ভারতের হায়দ্রাবাদে অবস্থান করছেন মুস্তাফিজ। এ নিয়ে আনন্দের পাশাপাশি বাংলাদেশি ক্রিকেট ভক্ত তথা মুস্তাফিজ ভক্তরা ভুগছেন একটা শঙ্কাতেও; মুস্তাফিজকে কি আইপিএলে নিয়মিত মাঠে খেলতে দেখা যাবে?
কাটার মাস্টার মুস্তাফিজকে ঘিরে এমন শঙ্কা জাগিয়ে তুলছে আসলে সানরাইজার্স হায়দ্রাবাদ দলটি। দুর্দান্ত এক দল গড়ছে সানরাইজার্সের মালিকরা। যেমন ব্যাটিং, তেমনি আবার বোলিং শক্তি; সঙ্গে আবার রয়েছে বিশ্বের বাঘা বাঘা অনেক অলরাউন্ডার।
সানরাইজার্সের ব্যাটিং লাইনে রয়েছে শেখর ধাওয়ান, যুবরাজ সিং, ইয়ন মরগান, ডেভিড ওয়ার্নার, কেইন উইলিয়ামসন, ময়েস হেনরিকদের মতো ব্যাটসম্যানরা। বোলিং লাইনে রয়েছে অসংখ্য তারকা পেসার। আশিষ নেহরা, মুস্তাফিজুর রহমান, অভিমান্নু মিথুন, ট্রেন্ট বোল্ট, বারিন্দার সরন, ভুবনেশ্বর কুমরাররা। আর এখানটাতেই মুস্তাফিজকে নিয়ে যত ভয়। কেননা, এত পেসারের ভিড়ে মুস্তাফিজকে নিয়মিত ফ্লোর দিবেন তো সানরাইজার্সের অস্ট্রেলিয়ান কোচ টম মুডি।
আসরে মুস্তাফিজকে নিয়মিত মাঠে দেখার বিষয়ে সৃষ্ট শঙ্কার আরও একটি কারণ রয়েছে অবশ্য। আর তা হলো বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আইপিএল দলগুলোর উদাসীন আচরণ। বাংলাদেশের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন মুস্তাফিজ। এর আগে খেলেছেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক ও তামিম ইকবাল। এর মধ্যে সাকিব বাদে বাকি সবাই আইপিএলে বলতে গেলে সেভাবে খেলার সুযোগই পাননি। তাদের একাদশের বাইরেই রাখা হয়েছিল সিংহভাগ ম্যাচে। এমনকি কলকাতার শিরোপা জয়ে অন্যতম ভূমিকা রাখা সাকিবকেও গত আসরে (আইপিএলের অষ্টম আসর) অনেক ম্যাচেই বসিয়ে রেখে ভক্ত ও মিডিয়ার সমালোচনার মুখে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স। তাই মুস্তাফিজ নিজের প্রথম আইপিএল আসরটিতে নিয়মিত মাঠে নামার সুযোগ পাবেন কিনা— তা নিয়ে শঙ্কা থাকছেই।
তবে ‘কাটার জাদু’তে মুস্তাফিজ এখন বিশ্বজয়ী বীর। তার প্রশংসা ক্রিকেট বিশ্বের সর্বত্রই। তাই তো আশিষ নেহরার মতো বোলারও বলেছেন, মুস্তাফিজের মতো একজন বোলারকে একই দলে দেখতে পাওয়াটা সৌভাগ্যের বিষয়। কোচ টম মুডিও কাটার মাস্টারের প্রতিভার মূল্যটা বুঝতে পেরেছেন বলেই তো নিলামে মুস্তাফিজকে ১ কোটি ৪০ লাখ রুপিতে কিনেছে সানরাইর্জাস হায়দ্রাবাদ। আর এখানেই মুস্তাফিজকে এবারের আইপিএলে নিয়মিত মাঠে দেখতে পাওয়ার আশাটা বেঁচে থাকছে। কেননা, ভারতীয় মিডিয়াগুলোতে মুস্তাফিজকে নিয়ে বেশ সরগরম আলোচনাই চলছে। এবারের আইপিএলে মুস্তাফিজ অন্যতম এক আকর্ষণ হতে যাচ্ছেন বলে মিডিয়াগুলোর অভিমত। এর কারণও রয়েছে অবশ্যই। কাটার মাস্টারের ভেল্কি যে এখনো ব্যাটসম্যানদের কাছে দুর্বোধ্যই থেকে গেছে। সানরাইজার্স কি চাইবে না মুস্তাফিজের সেই জাদু কাজে লাগিয়ে শিরোপা ঘরে তুলতে?