মাশরাফিরা নাফিসা কামালের কাছে গোটা পৃথিবীর চেয়েও দামি



মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের শিরোপা জিতে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বরিশাল বুলসের বিপক্ষে তিন উইকেটের জয় তুলে নেওয়ার পর দলের সঙ্গে সঙ্গে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল।
বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বরিশাল বুলসের বিপক্ষে ১৫৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ইনিংসের শেষ বলে জয় তুলে নিয়ে চ্যাম্প্যিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বার্তা দেন নাফিসা কামাল। লেখেন, ‘বিপিএল-১২১৫ এর চ্যাম্পিয়ন, আল্লাহকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। মাশরাফিকে। আমার এই দলটা আমার কাছে গোটা পৃথিবীর চেয়েও দামি।’

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ