এবার নতুন করে টার্গেট দিলেন মুস্তাফিজ


স্পোর্টস ডেস্ক: আগামী বছরে প্রথম সপ্তাহে ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর প্রথম আসর। সেখানে খেলার টিকেট পেযেছেন বাংলাদেশের উদীয়মান পোসার কাটার বয় মুস্তাফিজুর রহমান। এ টুর্ণামেন্টে মুস্তাফিজ খেলেবেন লাহোর কালান্দার্সে হয়ে। সদ্যশেষ হওয়ার বিপিএলের তৃতীয় আসরে দুর্দান্ত খেলেছেন মুস্তাফিজ। প্রথমবারের মতো দেশের বাইরে ডাকে পেয়ে দারুণ খুশি তরিুণ এ পেসার। পাকিস্তান সুপার লিগে(পিএসএল) খেলে ক্রিকেটবিশ্বে নিজেকে আরো পরিচিত করতে চান তাকে। তার লক্ষ্য এবার নিজের ঝুলিতে আরো কিছু বড় বড় উইকেট সংগ্রহ করা। পাকিস্তান সুপার লিগে ডাকে পেয়ে কেমন লাগছে এমন প্রশ্নে মুস্তাফিজ বলেন, ওখানে খেলতে পারবো শুনে খুব ভালো লাগছে।নিজের অভিজ্ঞতা বাড়ানোর এই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে চান তিনি। অধিনায়ক হিসেবে গেইলে পেয়ে আরো খুশি মুস্তাফিজ। বিশ্ব জুড়ে টি-টোয়েন্টির সবচেয়ে বড় বিজ্ঞাপন গেইল। সতীর্থ গেইলে সাথে খেলে ক্রিকেট দুনিয়াকে আরো খিছু দেখাতে চায়। আমার লক্ষ্য ওখানে যত বেশি সম্ভব ভালো করা। আমি জানি, শেখার কোনো শেষ নাই। যত বেশি খেলব, তত বেশি শিখব। আমি এই সুযোগ কাজে লাগাতে চাই। এখনও লাহোরের পুরো দল দেখা হয়ে উঠেনি মুস্তাফিজের। তবে দলে বিপিএলে ঢাকা ডায়নাইমাইট সতীর্থ ইয়াসির শাহ, চিটাগং ভাইকিংসের কামরান আকমল, বরিশাল বুলসের গেইল-কেভন কুপারের উপস্থিতিতে মুস্থাফিজের কাছে আবহটা চেনাই মনে হচ্ছে।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ