স্পোর্টস আপডেট ডেস্কঃ ধারাবাহিক ভাবে তৃতীয়বার এশিয়া কাপের আয়োজন করছে বাংলাদেশ। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হবে এবারের এশিয়া কাপ। ফাইনাল হবে ৬ মার্চ মিরপুরে। মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
কয়েকদিন আগে দুবাই থেকে এসিসির মিটিং করে দেশে ফিরেছেন বিসিবির এই প্রধান নির্বাহী। ঐ মিটিংয়েই মূলত সব সিদ্ধান্ত হয়েছে। এশিয়া কাপের ভেন্যু হিসেবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামসহ থাকছে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম।এশিয়া কাপে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান ও শ্রীলংকা। অপর একটি দলকে আসতে হবে বাছাই পর্ব খেলে। গ্রুপ পর্বে লড়বে আফগানিস্তান, হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
বাছাই পর্বের লড়াই শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে। এই চার দলের লড়াই শেষে গ্রুপ পর্বে শীর্ষে থাকা দলটিই অংশ নেবে এশিয়া কাপের মূল পর্বে। মোট পাঁচ দলের অংশগ্রহণে শুরু হবে এশিয়া কাপের জমজমাট লড়াই।
তবে এবার ব্যতিক্রম থাকছে ওভারে। আগের টুর্নামেন্টগুলো ৫০ ওভারের হলেও এবার তাতে থাকছে ভিন্নতা। অর্থাৎ এবারের এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
বাছাই পর্বের লড়াই শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে। এই চার দলের লড়াই শেষে গ্রুপ পর্বে শীর্ষে থাকা দলটিই অংশ নেবে এশিয়া কাপের মূল পর্বে। মোট পাঁচ দলের অংশগ্রহণে শুরু হবে এশিয়া কাপের জমজমাট লড়াই।
তবে এবার ব্যতিক্রম থাকছে ওভারে। আগের টুর্নামেন্টগুলো ৫০ ওভারের হলেও এবার তাতে থাকছে ভিন্নতা। অর্থাৎ এবারের এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।