তবে দর্শকদের জন্য সবচেয়ে বড় পাওয়া হলো মাশরাফি-মাহমুদউল্লাহদের মাঠ মাতানো পর আকাশ জুড়ে আলোকিত হবে আতশবাজির বর্ণিল আলোকচ্ছ্বটা।
এরপরই মাঠ কাঁপাতে আসবে রক ও হেভি মেটাল ব্যান্ড ওয়ারফেজ। একে একে তারা গাইবে ‘অসামাজিক’, ‘জীবনধারা’, ‘অবাক ভালোবাসা’, ‘মৌনতা’, ‘তোমাকে’, ‘মহারাজ’, ‘কৈশোর’ সহ তাদের জনপ্রিয় গানেগুলো।
ওয়ারফেজের পর মাঠে আসবে সঙ্গীতঅঙ্গনের আরেক নক্ষত্র শুভ্র দেব। তার জনপ্রিয় গানগুলো দর্শক শ্রোতাদের মুগ্ধ করবে।
বিপিএল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটি জানিয়েছে, এছাড়াও আরো বেশ কিছু চমক রয়েছে দর্শকদের জন্য যা মাঠে গিয়ে উপভোগ করতে হবে।