১০ নভেম্বর ২০০০ সাল, হাটি হাটি পা পা করে ১৫ মার্চ ২০১৭


হাটি হাটি পা পা করে ঐতিহাসিক শততম টেস্ট ম্যাচের দ্বারপ্রন্তে বাংলাদেশ ক্রিকেট দল।

কম সময়ে শততম টেস্ট খেলার রেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশ.. ১৭ বছর ৫ মাসেই এই গৌরব অর্জন করতে যাচ্ছে টিম টাইগার্স।

২০০০ সালের ১০ নভেম্বর টেস্ট অভিষেকের  পর ৯৯ টেস্ট এ বাংলাদেশের অর্জন ৮ জয়, ১৫ ড্র আর ৭৬ হার।


স্যার নাইমুর রহমান দূর্জয় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন সেই ভারতের সাথে অভিষেক ম্যাচে। 

আর শততম টেস্টে নেতৃত্ব দিবেন সে সময়ের বিকেএসপির ক্লাস সেভেনের ছাত্র, বুকে লালন করা ক্রিকেটারের স্বপ্ন, স্বপ্ন লাল-সবুজের জার্সি.. অধিনায়ক মুশফিকুর রহিম।


গৌরবময় এই ১৬ বছর ৩ মাসে টাইগাররা কখনো স্পর্শ করেছে রেকর্ড, কখনো বা অন্যকে ছাড়িয়ে গিয়েছে, আবার জন্ম দিয়েছে অনেক নতুন রের্কডের।


শুরুটা হয়েছিল সেই অভিষেক টেস্ট থেকেই স্যার আমিনুল ইসলাম বুলবুলের প্রথম সেঞ্চুরি ও স্যার নাইমুর রহমান দূর্জয়ের ৬ উইকেট... 

১৬ বছর আগে ১৬ বছরের এক বালক মোহাম্মদ আশরাফুল করেছিলেন সর্ব কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি... 

২০০৩ সালে প্রথম বাংলাদেশি হিসেবে সিলেটের অলক কাপালী করেছিলেন টেস্ট হ্যাট্টিক... 

২০০৫ সালে বাংলাদেশ টেস্ট জয়ের স্বাদ গ্রহণ করে। লাকি গ্রাউন্ড চট্টগ্রামে তখনকার শক্তিশালী দল জিম্বাবুয়ে কে হারায়... 

২০০৮ সালে সেই লাকি গ্রাউন্ডে স্যার মোহাম্মদ রফিক প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ১০০ উইকেট নেওয়ার কৃতী অর্জন করেন... 

২০০৯ সালে অধিনায়ক সাকিব আল হাসানের অলরাউন্ডারিং পারফরমেন্সে টাইগার বাহিনী ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে এওয়ে সিরিজ জয় করে... 

২০১৩ সালের এই মার্চ মাসেই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অধিনায়ক মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরি করেন... 

২০১৩ সালের নিউজিল্যান্ড সিরিজ এ লাকি গ্রাউন্ডে এক ম্যাচে সেঞ্চুরি ও হ্যাট্টিক করার বিরল এক রেকর্ড করেন ক্রিকেটার সোহাগ গাজী... 

২০১৪ সালের জিম্বাবুয়ে সিরিজে এক ইনিংস এ ৮ উইকেট নেওয়ার কৃতী অর্জন করেন তাইজুল ইসলাম...  

২০১৫ সালে পাকিস্তান সিরিজে তামিম-ইমরুল ওপেনিং জুটির রের্কড... 

২০১৬ সালে ৩ দিনেই ইংরেজ বদ... আর তরুন টাইগার মেহেদি হাসান মিরাজের এক ম্যাচে ১২ উইকেট নেওয়ার কৃতী...

২০১৭ সালে সাকিব-মুশফিকের সর্ব্বোচ্চ রানের পার্টনারশিপ...

টেস্ট স্ট্যাটাসের ১৬ বছর পর ভারত সফর... 


এরকম অসংখ্য রেকর্ড করেছে বাংলাদেশ ক্রিকেট দল।


নিউজিল্যান্ড, ভারত সফরের পর টিম বাংলাদেশ এখন শ্রীলংকায়... টিম টাইগার প্রস্তুত ঐতিহাসিক শততম টেস্ট ম্যাচ স্বরণীয় করে রাখতে।


শুভ কামনা রইল টিম বাংলাদেশের প্রতি!! 

শ্রদ্ধা ১৬ বছর যারা ছিলেন এবং আছেন বাংলাদেশ ক্রিকেট এ।

অভিনন্দন অধিনায়ক মুশফিকুর রহিমকে এমন মাইলফলক এক ম্যাচে অধিনায়কত্ব করার জন্য।

দেখা হবে বিজয়ে..

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ