মাশরাফির দলে যোগ দিচ্ছেন আরও ভয়ঙ্কর দুই বিদেশী তারকা


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু এবারের আসরে এখন পর্যন্ত জয়ের দেখা পায় নি মাশরাফির দল।

দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা এখনো নিজেদের ফর্ম খুজে পায় নি। মিডেল অর্ডারে মারলন স্যামুয়েলসরা চেষ্টা করলেও ম্যাচ জয়ের জন্য যথেষ্ট নয়।

এদিকে বোলিং ডিপার্টমেন্টরও বেহাল দশা। দুই ম্যাচের দুটিতে হেরে চাপের মুখে থাকা বর্তমান চ্যাম্পিয়নরা দ্রুত ঘুরে দাঁড়াতে চাইবে।

তাই হয়তো কুমিল্লা দলে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। ইতিমধ্যে ভিক্টোরিয়ান্স স্কোয়াডে যোগ দিয়েছেন নেদারল্যান্ডসের অভিজ্ঞ অলরাউন্ডার রায়ান টেন ডেসকাটে।

এবার যোগ দিচ্ছেন শ্রীলঙ্কার বোলিং অলরাউন্ডার নুয়ান কুলাসেকেরা। তবে এখনই কুলাসেকেরাকে পাচ্ছে না ভিক্টোরিয়ান্সরা।

শ্রীলঙ্কা দলের চলমান জিম্বাবুয়ে সফর শেষে দলের সাথে যোগ দিবেন তিনি। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েলও আসছে কুমিল্লার হয়ে বিপিএল খেলতে।
২৭ নভেম্বর বাংলাদেশে আসবে এই দুই বিদেশী ক্রিকেটার। দ্বিতীয় রাউন্ডের আগে চারটি ম্যাচ খেলার সুযোগ পাবেন এই দুই ক্রিকেটার। দল পরের রাউন্ডে গেলে ম্যাচ সংখ্যা বাড়তেও পারে।–cricfrenzy

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ